এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশ (monetization) কী, এর শর্ত বা পলিসি এবং আপনি কীভাবে ও কোথায় খুব সহজে বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশন চালু করতে পারেন ইত্যাদি। আর এইসব ক্ষেত্রে করা কিছু মারাত্মক ভুল যা ইউটিউবারা করেন ও কিছু কমন প্রশ্নের উত্তর দিয়েছি।
ইউটিউব মনিটাইজেশন হল আপনার ভিডিও থেকে অর্থ উপার্জন করার ক্ষমতা। আপনি যদি ইউটিউব থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে YouTube পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হবে। এবং আপনাকে কিছু শর্ত পূরণ ও রুলস মেনে আবেদন করতে হবে।
নোটঃ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন - এর নিয়ম প্রায়শ চেঞ্জ হয়, তবে মৌলিক বিষয়গুলি একই থাকে। আমি চেষ্টা করেছি প্রতিনিয়ত এই আর্টিকেলটি আপডেট করতে, যাতে আপনি সব সময় সঠিক গাইডলাইন পান। আর, এখানে অনেক টেকনিকাল বিষয় আছে যা একটি আর্টিকেলে লেখা সম্ভব না, আমি এসব জায়গায় গুগল এর গাইডলাইন এর লিংক শেয়ার করেছি, সুতরাং প্রয়োজনে আপনি পড়ে নিবেন এই অনুরোধ থাকল।
যাইহোক চলুন শুরু করি।
ইউটিউব আপনার আপলোড করা ভিডিওতে অ্যাড দেখিয়ে অর্থ উপার্জন করার প্রথম ধাপ হল - ইউটিউব এর কাছে থেকে মনিটাইজেশন সেবার এর অনুমতি নেওয়া। মনিটাইজেশন এর অর্থ হল অ্যাড থেকে আয় করার বৈধতা বা সম্মতি।
তাহলে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বলতে আমরা বুঝি, ইউটিউব চ্যানেলে থাকা আপনার ভিডিওগুলি থেকে টাকা আয় করার অনুমতি নেয়ার প্রক্রিয়া।
অন্যভাবে বললে কোন ভিডিওতে যেটি মনিটাইজেশন চালু থাকে তাহলে ওই ভিডিও থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আর যদি ডিমনিটাইজেশন বা মনিটাইজেশন সেবাটি চালু না থাকে তাহলে অর্থ উপার্জন করতে পারবেন না।
একবার এই সেবাটি চালু হয়ে গেলে গুগল তার পার্টনার প্রোগ্রাম থেকে আপনার ভিডিওতে এড দেখাবে। এবং ওই অ্যাড এর রেভিনিউ থেকে আপনাকে 55 শতাংশ দিবে।
এখন আমরা মনিটাইজেশন সম্পর্কে একটি ধারণা পেলাম। চলুন জেনে নেই আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু করতে কী কী শর্ত ও নিয়মাবলী পালন করতে হবে ও কীভাবে আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারেন তা ধাপে ধাপে শিখব।
আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক হোন তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ দিতে পারবেন। এখানে চ্যানেল মনিটাইজেশন করার জন্য ৬ টি রুলস বর্ণনা করা হলোঃ
প্রথমে নিশ্চিত করুন যে আপনার Google অ্যাকাউন্টের জন্য 2-স্টেপ যাচাইকরণ চালু আছে। এই নিরাপত্তা মানে আপনি আপনার পাসওয়ার্ড এবং দ্বিতীয় একটি যাচাইকরণ এর মাধ্যম অ্যাড করে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করবেন।
আপনি আপনার চ্যানেল ও মনিটাইজেশন আপ্লাই করার জন্য একই গ্মাইল আকউন্ট ব্যাবহার করতে পারেন। যদিও পৃথক জিমেইল অ্যাকাউন্ট ব্যাবহার, এই পদক্ষেপটি অত্যাবশ্যকীয় নয়। তবে আপনার চ্যানেল ও ইনকাম এর সুরক্ষার জন্য আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন এর জন্য আলাদা পৃথক জিমেইল করা ভাল।
এতে করে আপনি এসম্পর্কীত বেশ ঝামেলা এড়াতে পারবেন। তবে খেয়াল রাখবেন জিমেইল অ্যাকাউন্টের তথ্য গুলো যেন আপনার নিজের হয়, মানে আপনি আপনার নিজ নামে জিমেইল অ্যাকাউন্ট খুলুন। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গাইডটি পড়ে নিতে পারেন।
আপনার পরবর্তী ধাপ হল YouTube পার্টনার প্রোগ্রাম বা YPP-এ যোগদান করা। ২০২৩ সালের জানুয়ারির আপডেটের পরে ১) মূল চ্যানেলে ভিউ সংখ্যা বা ২) ইয়উটিউব শর্টস এ ১০ মিলিয়ন বা ১ কোটি ভিউ (এই দুইটির যেকোনো একটি শর্ত পূরণ করলেই হবে) ও ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
YouTube ও YPP সদস্যতার জন্য আপনাকে বিবেচনা করার আগে আপনাকে এই মানদণ্ডগুলি পূরণ করতে হবে:
একবার আপনার আবেদন অনুমোদিত হলে, আপনার YouTube স্টুডিও খুলুন, "Monetization এনাবল করুন" করুন। রুলস ২ পূরণ হলে, আপনি প্রোগ্রামের জন্য সাইন আপ করতে পারেন। এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
তারপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করুন। টাকা আয় করার জন্য আপনাকে একটি AdSense অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে।
যদি আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে এটা গুরুত্বপূর্ণ যে আপনার চ্যানেলটি ইউটিউবের মনিটাইজেশন পলিসি মেনে চলে। এই গুলোর মধ্যে আছে ইউটিউব এর কমিউনিটি গাইডলাইন, ট্রামস এন্ড কন্ডিশন, গুগল এডসেন্স প্রোগ্রাম এর পলিসি ও এবং অ্যাডভাইজার ফ্রেন্ডলি গাইডলাইনস মেনে চলতে হবে।
ঘৃণাত্মক বক্তব্য, হিংস্র আচরণ, গ্রাফিক হিংস্রতা, কাউকে বাজে ভাবে আক্রমণ এবং ক্ষতিকারক বা বিপজ্জনক আচরণ, কথা বা ভিডিও প্রচার YouTube-এ অনুমোদিত না।
আপনি এই লিংক গুলো ভিজিট করে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেন তবে আমি এই দিনগুলো রিসার্চ করে এবং আমার অভিজ্ঞতা থেকে সহজ করে চ্যানেল মনিটাইজেশন নিয়ম বর্ণনা করছি।
কারো ভিডিও কপি করা যাবে না, এমনকী আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক CC0 লাইসেন্স বা কীনে থাকলে সঠিক লাইসেন্স থাকতে হবে। কপিরাইট একটি গুরুতর সমস্যা ।
ক্রিয়েটরদের শুধুমাত্র সেই ভিডিওগুলি আপলোড করা উচিত যা তারা তৈরি করেছে বা তারা ব্যবহার করার জন্য অনুমোদিত৷ এর অর্থ হল তারা যে ভিডিওগুলি তৈরি করেনি সেগুলি আপলোড করা উচিত নয় বা তাদের ভিডিওগুলিতে এমন সামগ্রী ব্যবহার করা উচিত নয় যেগুলির কপিরাইট অন্য কেউ, যেমন মিউজিক ট্র্যাক, কপিরাইটযুক্ত প্রোগ্রামের স্নিপেট বা অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা তৈরি করা ভিডিও, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই৷
YouTube Copyright & Fair Use Policies
আপনি কার্যকরভাবে YouTube থেকে টাকা আয় করতে চাইলে যে বিষয়গুলি করা যাবে না বা এড়িয়ে চলতে হবে:
নীতি লঙ্ঘনের ফলে হতে পারে:
আপনি যদি ঠিক মতো আবেদন করতে পারেন তাহলে এটি রিভিউতে যাবে। আপনার চ্যানেল পর্যালোচনা করা হয়ে গেলে (সাধারণত প্রায় 1 মাস পরে) আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কী চালু হয়েছে বা রিজেক্ট হয়েছে।
দ্রষ্টব্য: কখনও কখনও, আপনাকে এক মাসের বেশি অপেক্ষা করতে হতে পারে।
কপিরাইট আপনার করা ভিডিওকে রক্ষা করে, অর্থাৎ অন্য কেউ সেটা ব্যবহার করলে এই আইনে আপনি তাকে নোটিশ পাঠাতে পারবেন। যেখানে একটি ট্রেডমার্ক এমন আইটেমগুলিকে রক্ষা করে যা একটি নির্দিষ্ট ব্যবসাকে অন্য ব্যবসা থেকে আলাদা করে বা চিহ্নিত করে।যেমন iPhone এর লোগো। ইউটিউব আপনার ভিডিওকে কপিরাইট প্রটেকশন দিবে। অন্যদিকে, YouTube ক্রিয়েটর এবং ট্রেডমার্ক মালিকদের মধ্যে ট্রেডমার্ক বিবাদের মধ্যস্থতা করার অবস্থানে নেই। YouTube যুক্তিসঙ্গত অভিযোগের তদন্ত করে এবং যদি প্রমান পায় তাহলে ভিডিও সরিয়ে দেবে। এটি প্রক্রিয়ার অপব্যবহারের ফলে আপনার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
YouTube স্প্যাম, স্ক্যাম বা অন্যান্য প্রতারণামূলক অনুশীলনে allow করে না।স্প্যাম হল যেকোনো ধরনের অবাঞ্ছিত, অযাচিত ডিজিটাল মাধ্যমে একই মেসেজ প্রচুর পরিমাণে পাঠানো হয়। প্রায়শই স্প্যাম ইমেলের মাধ্যমে পাঠানো হয়, কীন্তু এটি পাঠ্য বার্তা, ফোন কল বা সামাজিক মিডিয়ার মাধ্যমেও হয়। যেমনঃ নগদ উপহার, "দ্রুত ধনী হোন" স্কীম বা পিরামিড স্কীম ৷
ঘৃণাত্মক বক্তব্য, হিংস্র আচরণ, গ্রাফিক হিংস্রতা, দূষিত আক্রমণ এবং ক্ষতিকারক বা বিপজ্জনক আচরণ প্রচার করে এমন সামগ্রী YouTube-এ অনুমোদিত নয়।
চ্যানেলগুলি তাদের দেখার সময় এবং গ্রাহক সংখ্যা নির্বিশেষে YouTube মনিটাইজেশন নীতি লঙ্ঘন করলে নগদীকরণ হারাবে৷
কোনো বাণিজ্যিক শব্দ রেকর্ডিংয়ের ব্যবহার, যেমন একটি যন্ত্র, কারাওকে রেকর্ডিং, বা শিল্পীর লাইভ কনসার্ট পারফরম্যান্স মনিটাইজ এর জন্য যোগ্য নয়।
সরাসরি চ্যানেলের স্থিতি এবং বৈশিষ্ট্য বিভাগে গিয়ে মোনেটাইজড পেজ দেখুন৷ আপনি এই ধাপগুলি অনুসরণ করেও সেখানে যেতে পারেন: YouTube স্টুডিওতে সাইন ইন করুন। বাম মেনুতে, আপনার স্থিতি দেখতে মনিটাইজেশন ক্লিক করুন।
আপনার ভিডিও কপিরাইট করার জন্য কপিরাইট অফিসের সাথে নিবন্ধন করার প্রয়োজন নএই। আপনার ভিডিও আপলোড হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হয়ে যায়।
জানুয়ারী 2022 আপডেট করা হয়েছে: বাচ্চাদের এবং পারিবারিক বিষয়বস্তুর জন্য একটি নতুন গুণমান নীতি এখন ফেব্রুয়ারী মাসে কার্যকর হওয়ার সুযোগে YouTube চ্যানেল monetization সুযোগ রয়েছে। এটি গুরুত্বপূর্ণ যে আপনার চ্যানেল YouTube এর নীতি অনুসরণ করে৷
দুঃখিত এই কন্টেন্টটি কপি করা যাচ্ছে না। অনুগ্রহ করে শেয়ার করুন।
Thanks for your blog, nice to read. Do not stop.