Bangla courses
July 7, 2023

পাসপোর্ট করতে কি কি লাগে

বিদেশে যেতে বা দেশের মধ্যে কোথাও প্লেনে চলাচল করার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্লেনে ভ্রমন করার জন্য প্রথমেই আমাদের পাসপোর্ট প্রয়োজন। আর পাসপোর্ট করার জন্য অনেক রকমের কাগজপএ লাগে।

আমি এই আর্টিকেলে পাসপোর্ট করার জন্য কি কি কাগজপএ লাগে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।

পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে

আবেদনের প্রিন্ট কপি অর্থাৎআপনি যখন কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তখন আপনাকে আবেদনের সারংশের প্রিন্ট কপি দিবে। আবেদনের এই প্রিন্ট কপিটি সাথে করে নিয়ে যাবেন।

  1. আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের ফটোকপি।
  2. পেমেন্ট স্লিপ ( আবেদন করার পরে ব্যাংকে গিয়ে যে নির্ধারিত ফি দিবেন সেই ফি এর পেমেন্ট স্লিপ)
  3. ডাটাবেজের প্রিন্ট কপি অর্থাৎ আপনার যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন এবং আপনাকে ডাটাবেজের একটি প্রিন্ট কপি করে নিতে হবে।
  4. GO/NOC (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে) অর্থাৎ আপানি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সাথে করে অবশ্যই GO/NOC নিতে হবে।
  5. তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপএ অর্থাৎ আপনি যদি আবেদন করতে গিয়ে কোথায় ও ভুল করেন তাহলে আবেদন সংশোধনের জন্য প্রয়োজনীয কাগজপএ সাথে করে নিয়ে যেতে হবে।
  6. সার্টিফিকেট এর ফটোকপি অর্থাৎ আপনার শিক্ষা জীবনের সর্বোচ্চ শিক্ষার সার্টিফিকেটটি সাথে করে নিতে হবে।
  7. চেয়ারম্যানের সার্টিফিকেট অর্থাৎ আপনি কোন ইউনিয়নের নাগরিক তা প্রমাণ করার জন্য চেয়ারম্যানের নিকট থেকে একটি সনদ নিতে হবে।
  8. বিদ্যুৎ বিল এর ফটোকপি অর্থাৎ আপনার বাসার ব্যবহৃত বিদ্যুৎ বিলের ফটোকপি।

এসব কাগজ পত্র প্রয়োজন হবে আপনার পাসপোর্ট করতে।

পরিশেষে, উপরে উল্লেখিত বর্ণনায় পাসপোর্ট করতে যে সব কাগজপএ লাগবে সে সর্ম্পকে বলা হয়েছে। আশাকরি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।

আরও পড়ুন

December 19, 2024
শীতে ত্বকের যত্নে প্রয়োজনীয় কিছু টিপস
শীতকালের আগমনের সাথে সাথে ত্বকের যত্নে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। শীতল ও শুষ্ক আবহাওয়া ত্বককে…
October 28, 2024
Why Apple Gift Cards Are Essential for Bangladeshi Consumers
The popularity of Apple products and services has surged in Bangladesh, particularly with the availability…
October 27, 2024
বাংলাদেশের সেরা ১০টি হেলথ কেয়ার স্টার্টআপ
এই আর্টিকেলেটিতে আমি বাংলাদেশের সেরা হেলথ কেয়ার স্টার্টআপগুলোর বিষয়ে বিস্তারত আলোচনা করেছি। সতেরো কোটিরও অধিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link