Bangla courses
August 18, 2023

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক ভবে অসচ্ছল তাদেরকে এই উপবৃত্তি প্রদান করা হয়।

আমরা যারা স্কুল কলেজে পড়া শুনা করি তাদের আবেদন পত্র বা দরখস্ত লেখার নিয়ম জেনে রাখা দরকার, কারণ অফিসিয়াল কাজে বা প্রত্যয়ন পত্র আনতে আবেদন পত্র লিখতে হয়।

কিন্তু ছাত্র ছাত্রীরা আবেদন লেখার বিষটি তেমন ভাবে জানে না আমার আজকের আর্টিকেলে স্কুল কলেজে উপবৃত্তি ফর্ম লেখার প্রক্রিয়াটি তুলে ধরবো।

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • দরখস্ত লেখার নিয়ম ‍শুরুতে প্রাপক যার কাছে আবেদন করছে তার নাম, পদবী ও ঠিকানা , যেমন আপনি স্কুল কলেজ বা উপবিত্তির জন্য আপনার পিন্সিপাল বা প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লিখবেন সে ক্ষেত্রে আপনার প্রধান শিক্ষকের নাম, পদবী এবং ঠিকানা উল্লেখ করবেন।
  • বেতনের বিষয়ে আপনি কোন ব্যাপারে আবেদন করতে চান সেটা উল্লেখ করতে হবে,যদি উপবৃত্তির জন্য আবেদন করতে চান তাহলে উপবৃত্তি কথা উল্লেখ করতে হবে।
  • আপনি প্রাপককে স্যার বা ম্যাডাম বলে অতিবাহিত করবেন অবশ্যই সম্মানজনক শব্দ ‍গুলোর একটা ব্যবহার করতে পারেন।
  • আবেদনের বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। উপবৃত্তির জন্য আপনি যোগ্য কিনা সেটা বুঝতে হবে, এছাড়া আপনি অর্থনৈতিইভাবে অসচ্ছল তা উল্লেখ করতে হবে।
  • আবেদনকারীর নাম ও ঠিকানা এবং সবশেষে আবেদনের নাম ও তারিখ লিখতে হবে।

উপবৃত্তির জন্য আবেদন পত্রের নমুনা

তারিখঃ-

বরাবর,

প্রধান শিক্ষক,

স্কুলের নাম/কলেজের নাম

বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমি(আপনার নাম) আপনার স্কুল/কলেজ বা প্রতিষ্ঠানের একজন ছাত্র। আমরা ৩ ভাই ও ২ বোন বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নত আছেন। আমার বাবা একজন দিনমজুর। বাবার বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে আমার বাবার শারীরিক অবস্থা ও খারাপ হয়ে পড়েছে। ফলে বাবার পক্ষে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের পাঁচ ভাইবোনের লেখাপড়ার খরচ চালানো নেওয়া আমার বাবার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে স্কুল থেকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
বিনীত নিবেদন
নামঃ
শ্রেণীঃ
রোলঃ

আপনার আবেদন পত্রটি সুন্দর ও যোগ্য মানের করতে হলে উপরের নিয়মটি যদি সঠিন ভাবে অনুসারণ করেন তাহলে আবেদন পত্রটি যোগ্য বলে গণ্য হবে বলে আমি মনেকরি।

আরও পড়ুন

July 7, 2023
পাসপোর্ট করতে কি কি লাগে
বিদেশে যেতে বা দেশের মধ্যে কোথাও প্লেনে চলাচল করার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই…
May 22, 2023
বাংলাদেশের সকল থানার ওসির নাম ও নাম্বার [Updated 2023]
এখনে বাংলাদেশের সকল বিভাগ ও জেলার সকল থানার দায়িত্বপ্রাপ্ত ওসির সরকারী মোবাইল নাম্বার এর লিস্ট…
May 22, 2023
রোযা কাকে বলে? রোযা কত প্রকার ও কি কি ?
রোজা একটি ফার্সি শব্দ যার আরবি সিয়াম। সুবহে সাদেক বা ফজরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link