Bangla courses
September 14, 2022

পে পার ক্লিক (পিপিসি) কী? PAY PER CLICK কীভাবে কাজ করে

অনলাইন মার্কেটিং এর জন্য পে পার ক্লিক বিজ্ঞাপন অনলাইন দর্শকদের আকৃষ্ট করার সেরা উপায় হতে পারে। আবার আমরা যারা গুগল এডসেন্স বা এডমব নিয়ে কাজ করি তাদের জন্য পে-পার-ক্লিক সম্পর্কে জানা প্রয়োজন। কেননা গুগল প্রতি ক্লিকে যে টাকা আয় করে তার বৃহৎ অংশ পাবলিশারদের দিয়ে থাকে।

পে পার ক্লিক (PAY PER CLICK)- কে সংক্ষেপে পিপিসি বলা হয়। পিপিসি হল পে-পার-ক্লিক, ইন্টারনেট বিজ্ঞাপনের (Advertisement) একটি মডেল। এই মডেলে প্রতি এড ক্লিকের জন্য টাকা বা ফি দিতে হয়।

অর্থাৎ, একটি বিজ্ঞাপনে কী পরিমান মানুষ ক্লিক করছে সেটার উপরে ভিত্তি করে এই মাধ্যমে টাকা কাটা হয়।

এই আর্টিকেলে আমরা পে-পার ক্লিক কী? আপনি কীভাবে ব্যবহার করবেন,কীভাবে এর মাধ্যমে টাকা ইনকাম করবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ।

পে পার ক্লিক কী

PAY PER CLICK

PPC টার্মটি অনলাইন বিজ্ঞাপণে ব্যবহৃত হয়। পে-পার-ক্লিক বিজ্ঞাপনে, বিজ্ঞাপনগুলি চালানো এড প্রদানকারীকে শুধুমাত্র তখনই চার্জ করা হয় যখন একজন ব্যবহারকারী তাদের বিজ্ঞাপনে ক্লিক করেন, তাই নাম "পে পার ক্লিক"৷

পে-পার ক্লিক এক ধরনের বিজ্ঞাপন যা অনলাইন বিপণননের একটি পদ্ধতি এবং এ সব বিজ্ঞাপনে একজন দর্শক ক্লিক করলেই বিজ্ঞাপন দাতা কমিশন পাবেন।

কোনো ব্যবহারকারী বিজ্ঞাপনে ক্লিক করলে অথবা বিজ্ঞাপন দেখে সেই পণ্যটি ক্রয় করলে ব্যবসা থেকে আপনাকে নির্দিষ্ট একটি ফি প্রদান করবে। এই ফি কে ক্লিক প্রতি খরচ বলা হয়।আপনার বিজ্ঞাপণে কতবার ক্লিক করা হয়েছে তার ভিওিতে টাকা প্রদান করা হয়।

কোনো অবস্থান, বয়স, লিঙ্গ, ভাষা ইত্যাদির উপর ভিওি করে কাদের কে আপনি বিজ্ঞাপন গুলো দেখাবেন তা সঠিকভভাবে আপনি বাছাই করতে পারবেন। এর  ফলে আপনার পণ্য বা সার্ভিসর বিজ্ঞাপন যাদের কাছে পৌছাঁতে চাচ্ছেন তাদের কাছে পৌছাতে পারবেন এবং তারা এসব অফার দেখে আগ্রহী হবে।

অন্যভাবে, আপনি যদি বিজ্ঞাপনদাতা না হয়ে পাবলিশার হলে বিজ্ঞাপনটি দেখে কেউ ক্লিক করলে আপনি একটি কমিশন পাবেন।

বিভিন্ন ধরনের পিপিসি বিজ্ঞাপন রয়েছে, তবে সবচেয়ে সাধারণ প্রকারের একটি হল পেইড সার্চ বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলি প্রদর্শিত হয় যখন কেউ Google-এর মতো একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনলাইনে কিছু কেনার জন্য অনুসন্ধান করে ৷

পে-পার ক্লিক ( PPC) কীভাবে কাজ করে

পে-পার ক্লিক বিভিন্ন প্রাটফর্ম ও মিডিয়ার মাধ্যমে কাজ করে থাকে।তবে এটি মূলত দুইভাবে,দুইটি বড়ো ক্যাটাগরিতে কাজ করে থাকে।

যথা:

১.গুগল পিপিসি অ্যাডস

২. সোস্যাল মিডিয়া অ্যাডস

গুগল পিপিসি অ্যাডস

গুগল পিপিসি অ্যাডস্ কাজ করে মূলত আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন সার্চ রেজাল্ট পেজের বিভিন্ন স্থানে বিজ্ঞাপন শো করে।এভাবে আমরা গুগলের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকী।তাছাড়া গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে ,বিভিন্ন পেজে বিজ্ঞাপন দেখা যায়।

যখন কোনো ব্যাবহারকারী কোনো বিজ্ঞাপন দেখে ক্লিক করে তখন ক্লিক প্রতি আপনাকে অর্থ প্রদান করা হয়।সার্চ অ্যাডস্ ,লোকাল সার্চ  অ্যাডস্ , ডিসপ্লে অ্যাডস্, রি-মার্কেটিং এই উপায়ে অ্যাডস্ ডিসপ্লে করে গুগল।

সোস্যাল মিডিয়া অ্যাডস

কোনো ব্যবহারকারী যতক্ষন গুগলে কোনো কিছু সার্চ না করে ততক্ষন পর্যন্ত গুগল তার কাছে কোনো বিজ্ঞাপন শো করাতে পারে না কীন্তু সোস্যাল মিডিয়ায় থাকাকালীন কোনো কিছু সার্চ দেওয়া হোক বা না হোক তাতেও তার সামনে অবশ্যই বিজ্ঞাপন শো হবে।সোস্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের সবচেয়ে বড়ো জায়গা দখল করে আছে ফেসবুক।তারপর রয়েছে টু্ইটার,ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্ম।গুগলের থেকে এসব প্ল্যাটফর্মের মধ্যামে আয় বেশি হয়। 

PPC এবং CPC এর মধ্যে পার্থক্য কী?

PPC হল ডিজিটাল বিজ্ঞাপনের মূল্য নির্ধারণের মডেল, যেখানে CPC হল একটি মেট্রিক যা একটি একক বিজ্ঞাপন ক্লিকের খরচ পরিমাপ করে। এটি ডিজিটাল বিপণনে পিপিসি এবং সিপিসির মধ্যে প্রধান পার্থক্য।

পে-পার ক্লিকের মাধ্যামে আয় 

পে-পার ক্লিকের মাধ্যমে আয় করার জন্য অনেক বিখ্যাত সাইট রয়েছে।

পে-পার ক্লিকের কাজ করতে হলে প্রথমে পি পি ডি সাইটে একটি একাউন্ট খুলতে হবে।এরপর আপনার পছন্দের কিছু ফাইল আপলোড করে আপফলোডকৃত ফাইল বিজ্ঞাপন আকারে অনলাইনের বিভিন্ন সোস্যল মিডিয়াতে পোস্ট করে ছড়িয়ে দেবেন।তারপরে আপনার শেয়ার করা বিজ্ঞাপনে কোনো ব্যবহারকারী ক্লিক দিলে আপনি টাকা পাবেন।

মন্তব্য,

উপরে উল্লেখিত বর্ণনায় পে-পার ক্লিকের সম্পর্কে বিস্তারিত বণা করা হয়েছে। এত সময়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরও পড়ুন

August 18, 2023
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক…
July 7, 2023
পাসপোর্ট করতে কি কি লাগে
বিদেশে যেতে বা দেশের মধ্যে কোথাও প্লেনে চলাচল করার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই…
May 22, 2023
বাংলাদেশের সকল থানার ওসির নাম ও নাম্বার [Updated 2023]
এখনে বাংলাদেশের সকল বিভাগ ও জেলার সকল থানার দায়িত্বপ্রাপ্ত ওসির সরকারী মোবাইল নাম্বার এর লিস্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link