Bangla courses
September 8, 2022

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম (ছবি সহ)

পাসপোর্টের জন্য আবেদন করেছেন? এখন সেটা কী পর্যায়ে আছে সেটা জানতে চাইলে, এই আর্টিকেল আপনার জন্য।

আমরা ই-পাসপোর্ট করার জন্য যারা অনলাইনে আবেদন করছি এবং ফিঙ্গার প্রিন্ট দিয়েছি তারা তাদের ই-পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানার জন্য অনলাইনে চেক করে থাকী।

আমাদের বলে দেওয়া হয় কত দিনের মধ্যে পাসপোর্ট পাবো। কীন্তু মাঝেমাঝে পাসপোর্ট আসতে অনেক সময় লাগে। তাই পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানার জন্য অনলাইনে চেক করে থাকী।

তাই আজ আমরা অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম শিখব। 

ই-পাসপোর্ট হয়েছে কী-না চেক করার নিয়ম

How can I check the status of my passport application

কীভাবে পাসপোর্ট আবেদনের অগ্রগতি সম্পর্কে বাসায় বসে জানতে পারবেন? এটি খুব সহজ ও দুই মিনিট সময় লাগতে পারে।

পাসপোর্ট অফিস থেকে আপনি যে ডেলিভারি স্লিপ পেয়েছেন - তাতে অ্যাপ্লিকেশান আইডি (যেমন 4000-100000000) অথবা আপনার অনলাইন আবেদন করলে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) (যেমন OID1000001234) পাবেন।

১. ই-পাসপোর্টের ওয়েবসাইটে লগ ইন করুন

ই-পাসপোর্টটি চেক করার জন্য প্রথমে Chrome ব্রাউজারে গিয়ে epassport.gov.bd লিখে সার্চ করবেন। অথবা এই লিংকে ক্লিক করুন।

তারপর নতুন একটি পেজ আসবে। পেজটির উপরে তিনটি দাগ চিহ্ন দেওয়া আছে। এই স্থানে ক্লিক দিলে নতুন একটি পেজ আসবে।

২. প্রয়োজনীয় ডাটা সঠিকভাবে পূরণ করেন ও চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করেন

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

নতুন পেজটির CHECK STATUS লেখাটির উপরে ক্লিক দিয়ে নতুন একটি পেজে যেতে হবে। এই পেজে Application ID লেখা স্থানে আপনার অ্যাপ্লিকেশনের আইডি নাম্বার টি দিবেন।

সম্ভবত, আপানর কাছে দুইটা নাম্বার থাকবে না, একটি থাকবে। দুটোই দেবার প্রয়োজন নাই, যেকোনো একটা দিলেই হবে।

তারপর Select date of Birth লেখা স্থানে আপনার জন্ম তারিখ, সাল দিবেন। তারপর I am Human লেখা স্থানে টিক চিহ্ন দিয়ে নিচে Cheek লেখাটির উপরে ক্লিক করবেন।

তারপর এই পেজের উপরে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে লেখা আসবে। ব্যাস হয়ে গেলো আপনার পাসপোর্টের বর্তমান অবস্থান সম্পর্কে জানা।

মন্তব্য, 

উপরে উল্লেখিত বর্ণনায় অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে।আশাকরি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। এত সময়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।    

আরও পড়ুন

June 6, 2024
অর্থোপেডিক ডাক্তার কে? অর্থোপেডিক ডাক্তার কী করেন?
আমাদের দৈনন্দিন জীবনে শরীরের প্রতিটি অংশের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হাড় ও জয়েন্ট। যখন…
June 1, 2024
কম্পিউটার টেবিল ব্যবহারের উপকারিতা
ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ কেস ও মনিটর রাখার জন্য টেবিলের প্রয়োজন হয়। এক্ষেত্রে কেউ বাসার সাধারণ…
August 18, 2023
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link