Bangla courses
February 22, 2023

বিয়ের ছুটির জন্য আবেদন এর নিয়ম ও নমুনা

নিজ বিবাহ বা বিবাহের জন্য ছুটি নেওয়ার জন্য আবেদন করার নিয়ম অনেকেরই জানা থাকে না। কারন এই ধরনের আবেদন অসুস্থতার মত বা অন্য কোন কারনের মত আবেদন নয়। যেটি সচারাচর করা হয় না।

আপনি যদি নিজের বা পরিবারের অন্যকারোর বিয়ে উপলক্ষে ছুটি নিতে আবেদন করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

এই পোস্টটি বিয়ের ছুটির জন্য আবেদনের সুস্পষ্ট নিয়মাবলী এবং একটি নমুনা আবেদন প্রদান করবে।

বোনের বিয়ের জন্য প্রধান শিক্ষকের বরাবর ছুটির আবেদনের নমুনা

প্রধান শিক্ষক.
স্টারস স্কুল,
উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

বিষয়ঃ বোনের বিয়ের জন্য ছুটির আবেদন পত্র

শ্রদ্ধেয় ম্যাডাম,

আমি ৪র্থ শ্রেণীর গ্রুপ "খ" এর একজন নিয়মিত ছাত্র/ ছাত্রি যে আমার একমাত্র বড় বোনের বিয়ের অনুষ্ঠান ৪ই ডিসেম্বর, ২০২৩ সোমবার নির্ধারণ করা হয়েছে। আমি আপনাকে (শুরু তারিখ) থেকে (শেষ তারিখ) পর্যন্ত 5 দিনের জন্য ছুটি দেওয়ার জন্য অনুরোধ করছি যাতে আমি আমার বোনের বিয়েতে উপস্থিত হতে পারি।

দয়া করে, আবেদন মঞ্জুর করে আমাকে আমার বোনের বিয়েতে অংশ নেওয়ার অনুমতি প্রদানে বাধিত হব।

ধন্যবাদান্তে

আপনার বিনীত
ছাত্রের নাম
ক্লাস
রোল নং
সেকশন
পিতা/ মাতার নাম
পিতা/ মাতার স্বাক্ষর

নিজের বিবাহের জন্য ছুটির আবেদনের নমুনা

তারিখ:
বরাবর
জেনারেল ম্যানেজার
এইচআর এণ্ড অ্যাডমিন
বাটা সু কোম্পানী লিমিটেড
ঢাকা, বাংলাদেশ

বিষয়: বিয়ের ছুটির জন্য আবেদন পত্র।

জনাব,
আন্তরিক শুভেচ্ছা। আমি মো.সোহেব মাহমুদ, সিনিয়র এক্সিকিউটিভ, বাটা সু কোম্পানী লিমিটেড। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী ১৩.০৫.২০২২ তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। এমতাবস্থায় ১৩.০৫.২০২২ থেকে ২০.০৫.২০২২ তারিখ পর্যন্ত মোট সাত দিন ছুটি প্রয়োজন। 

অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ০৭ (সাত) দিনের ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন  জানাচ্ছি। 

নিবেদক
মো.সোহেব মাহমুদ
সিনিয়র এক্সিকিউটিভ
বাটা সু কোম্পানী লিমিটেড

সমস্ত কর্মচারী তাদের নিজস্ব বিবাহের জন্য ছুটি নেওয়ার অধিকারী। আবেদন করার জন্য, পরিকল্পিত বিয়ের তারিখের অন্তত চার সপ্তাহ আগে কর্মচারীদের অবশ্যই তাদের উর্ধতম কর্মকর্তার নিকট একটি লিখিত অনুরোধ প্রদান করতে হবে।

অনুরোধে অবশ্যই ছুটির অনুরোধের দৈর্ঘ্য, ছুটির প্রত্যাশিত তারিখ এবং ছুটি চলাকালীন কর্মচারীর যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে।

একবার অনুমোদিত হলে, কর্মচারীকে ছুটির মেয়াদ সম্পর্কে অবহিত করা হবে এবং উপযুক্ত ছুটির দিনগুলো মঞ্জুর করা হবে। কর্মচারীকে তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পরে কোম্পানিকে একটি বিবাহের সনদপত্র প্রদান করতে হবে।

আরও পড়ুন

March 12, 2023
ফার্মেসি কোর্স: ফার্মাসিস্ট কোর্স কোথায় করবেন তথ্য, নিয়ম ও যোগ্যতা
এই পোস্টে ফার্মাসিস্ট, ফার্মেসি কোর্স 3 মাস, ফার্মেসি কোর্স 6 মাস, ফার্মেসি কোর্স 1 বছর,…
February 20, 2023
মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লেখার নিয়ম ও নমুনা
মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করা কঠিন কিছু না। এই আর্টিকেলে আমি মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন…
February 2, 2023
লিটার ও কেজির পার্থক্য ও রুপান্তর করার নিয়ম উপায়
একটি নির্দিষ্ট পণ্যর জন্য বিভিন্ন পরিমাপ বিবেচনা করার সময়, লিটার এবং কিলোগ্রামের মধ্যে পার্থক্য সম্পর্কে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দুঃখিত এই কন্টেন্টটি কপি করা যাচ্ছে না। অনুগ্রহ করে শেয়ার করুন।

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link
Powered by Social Snap