বিদেশে যেতে বা দেশের মধ্যে কোথাও প্লেনে চলাচল করার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্লেনে ভ্রমন করার জন্য প্রথমেই আমাদের পাসপোর্ট প্রয়োজন। আর পাসপোর্ট করার জন্য অনেক রকমের কাগজপএ লাগে।
আমি এই আর্টিকেলে পাসপোর্ট করার জন্য কি কি কাগজপএ লাগে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।
পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে
আবেদনের প্রিন্ট কপি অর্থাৎআপনি যখন কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তখন আপনাকে আবেদনের সারংশের প্রিন্ট কপি দিবে। আবেদনের এই প্রিন্ট কপিটি সাথে করে নিয়ে যাবেন।
- আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের ফটোকপি।
- পেমেন্ট স্লিপ ( আবেদন করার পরে ব্যাংকে গিয়ে যে নির্ধারিত ফি দিবেন সেই ফি এর পেমেন্ট স্লিপ)
- ডাটাবেজের প্রিন্ট কপি অর্থাৎ আপনার যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন এবং আপনাকে ডাটাবেজের একটি প্রিন্ট কপি করে নিতে হবে।
- GO/NOC (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে) অর্থাৎ আপানি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সাথে করে অবশ্যই GO/NOC নিতে হবে।
- তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপএ অর্থাৎ আপনি যদি আবেদন করতে গিয়ে কোথায় ও ভুল করেন তাহলে আবেদন সংশোধনের জন্য প্রয়োজনীয কাগজপএ সাথে করে নিয়ে যেতে হবে।
- সার্টিফিকেট এর ফটোকপি অর্থাৎ আপনার শিক্ষা জীবনের সর্বোচ্চ শিক্ষার সার্টিফিকেটটি সাথে করে নিতে হবে।
- চেয়ারম্যানের সার্টিফিকেট অর্থাৎ আপনি কোন ইউনিয়নের নাগরিক তা প্রমাণ করার জন্য চেয়ারম্যানের নিকট থেকে একটি সনদ নিতে হবে।
- বিদ্যুৎ বিল এর ফটোকপি অর্থাৎ আপনার বাসার ব্যবহৃত বিদ্যুৎ বিলের ফটোকপি।
এসব কাগজ পত্র প্রয়োজন হবে আপনার পাসপোর্ট করতে।
পরিশেষে, উপরে উল্লেখিত বর্ণনায় পাসপোর্ট করতে যে সব কাগজপএ লাগবে সে সর্ম্পকে বলা হয়েছে। আশাকরি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।