গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক ভবে অসচ্ছল তাদেরকে এই উপবৃত্তি প্রদান করা হয়।
আমরা যারা স্কুল কলেজে পড়া শুনা করি তাদের আবেদন পত্র বা দরখস্ত লেখার নিয়ম জেনে রাখা দরকার, কারণ অফিসিয়াল কাজে বা প্রত্যয়ন পত্র আনতে আবেদন পত্র লিখতে হয়।
কিন্তু ছাত্র ছাত্রীরা আবেদন লেখার বিষটি তেমন ভাবে জানে না আমার আজকের আর্টিকেলে স্কুল কলেজে উপবৃত্তি ফর্ম লেখার প্রক্রিয়াটি তুলে ধরবো।
তারিখঃ-
বরাবর,
প্রধান শিক্ষক,
স্কুলের নাম/কলেজের নাম
বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি(আপনার নাম) আপনার স্কুল/কলেজ বা প্রতিষ্ঠানের একজন ছাত্র। আমরা ৩ ভাই ও ২ বোন বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নত আছেন। আমার বাবা একজন দিনমজুর। বাবার বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে আমার বাবার শারীরিক অবস্থা ও খারাপ হয়ে পড়েছে। ফলে বাবার পক্ষে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের পাঁচ ভাইবোনের লেখাপড়ার খরচ চালানো নেওয়া আমার বাবার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে স্কুল থেকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
বিনীত নিবেদন
নামঃ
শ্রেণীঃ
রোলঃ
আপনার আবেদন পত্রটি সুন্দর ও যোগ্য মানের করতে হলে উপরের নিয়মটি যদি সঠিন ভাবে অনুসারণ করেন তাহলে আবেদন পত্রটি যোগ্য বলে গণ্য হবে বলে আমি মনেকরি।