Bangla courses
September 4, 2022

ইনস্টাগ্রাম মার্কেটিং কী? Instagram Marketing করার নিয়ম?

ইনস্টাগ্রাম মার্কেটিং হল এক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যাতে ইনস্টাগ্রামে একটি ব্র্যান্ডের বা ব্যক্তির প্রচার করা হয়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্র্যান্ডগুলিকে দর্শকদের সাথে সংযুক্ত হতে, ব্র্যান্ড সচেতনতা বাড়াতে এবং বিক্রয় বাড়াতে সাহায্য করে৷

তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, লোকাল বিজনেস ও পারসনাল ব্রান্ডিং করতে ইনস্টাগ্রাম এর ব্যবহার দিন দিন বাড়ছে। আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং করে অর্থ আয় করতে চান তাহলে আপনার জন্য এই আর্টিকেলটি।

চলুন শুরু করা যাক।

ইনস্টাগ্রাম কী?

ইনস্টাগ্রাম প্ল্যার্টফর্মে বিনামূল্যে অনলাইন ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন। ইনস্টাগ্রামকে ২০১২ সালে ফেসবুক কীনে নেয়। মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা। এর মাধ্যামে ব্যবহারকারীরা ছবি, ছোট ভিডিও পোস্ট করতে পারে। এবং পোস্ট করার সময় এতে ক্যাপশন, রিয়্যাক্ট, ইমুজি, অবস্থান, ও কাউকে মেনশন করতে পারে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সব পোস্ট তারা তাদের ইনস্টাগ্রাম ফিডে দেখতে পারেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট তার অনুসারীরা দেখতে পারেন এবং তার পোস্টে কে কী রিয়্যাক্ট দিছে তাও সে দেখতে পারেন।

ফেসবুকের পরেই ইনস্টাগ্রাম দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। এক বিলিয়নেরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী এবং 500 মিলিয়ন দৈনিক ইনস্টাগ্রাম স্টোরিজ দেখে।

শুধু তাই না,

  • ইনস্টাগ্রাম এক বিলিয়ন সক্রিয় মাসিক ব্যবহারকারী এবং 500 মিলিয়ন দৈনিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে।
  • র্কীন যুক্তরাষ্ট্রে 140 মিলিয়ন Instagram ব্যবহারকারী রয়েছে
  • ফেসবুকের পরেই ইনস্টাগ্রাম দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় নেটওয়ার্ক।
  • ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে 53 মিনিট ব্রাউজ করেন।
  • মার্কীন লোকাল বিজনেস বা ব্যবসার প্রায় 71% ইনস্টাগ্রাম ব্যবহার করে।
  • ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রায় 45% এর বয়স 18 থেকে 44 বছর।

ইনস্টাগ্রাম মার্কেটিং কী?

ইনস্টাগ্রাম মার্কেটিং কী

ইনস্টাগ্রাম মার্কেটিং হল আপনার ব্র্যান্ড সচেতনতা, শ্রোতা, লিড এবং বিক্রয় বাড়াতে Instagram ব্যবহার করার অভ্যাস। 16-34 বছর বয়সী মানুষের প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে, Instagram ব্র্যান্ড, উদ্যোক্তা এবং নির্মাতাদের জন্য একটি অত্যন্ত কার্যকর বিপণন প্ল্যাটফর্ম।

ইনস্টাগ্রাম মার্কেটিং কৌশল:

  • অর্গানিক কন্টেন্ট: ফটো, ভিডিও, বা ক্যারোজেল পোস্ট, রিল, স্টোরি
  • পেইড কন্টেন্ট: গল্পের বিজ্ঞাপন, কেনাকাটার বিজ্ঞাপন এবং আরও অনেক কিছু সহ Instagram বিজ্ঞাপন
  • ইনফ্লুয়েন্সার মার্কেটিং
  • Shop Tab: শপ ট্যাব, পণ্য ট্যাগ এবং ক্যাটালগ, লাইভ শপিং, ইনস্টাগ্রাম চেকআউট, শপিং বিজ্ঞাপন ইত্যাদি।

এই ভিজ্যুয়াল প্রকৃতির কারণে, ইকমার্স ব্যবসার জন্য ইনস্টাগ্রাম তাদের পণ্যগুলি প্রদর্শনের জন্য সুযোগ করে দেয়। লক্ষ লক্ষ ব্যবসা শিখেছে যে ইনস্টাগ্রামে একটি ভিজ্যুয়াল উপস্থিতি তৈরি করা তাদের ইকমার্স মার্কেটিংকে এর খুব গুরুত্বপূর্ণ অংশ।

প্রথাগত মার্কেটিং থেকে ভিন্ন একটি মাধ্যমে পণ্য ও সার্ভিস বিক্রি করার মাধ্যম হলো ইনস্টাগ্রাম মার্কেটিং।বর্তমানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা অনেক সহজতর হয়েছে।

কোনো সেবা এবং কোনো ব্রান্ডের পণ্য বিক্রি করার জন্য পণ্য বা সেবার বিজ্ঞাপন দেওয়া যায় কোনো পণ্যের ফটো এবং ভিডিও দিয়ে। ব্রান্ডের পণ্যে প্রচার করে পণ্যের বিক্রি করাও যায়।

আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং দুইভাবে করতে পারবেন :অর্থ প্রদান করে, আবার অর্থ প্রদান না করে।

আপনার ফলাফল কত দ্রুত তা নির্ভর করবে আপনি কোন কোন পদ্ধতি অবলম্বন করছেন। ইনস্টাগ্রামে ২০২০ সালে নতুন ফরমেট চালুর ফলে ব্যবসায় আগের থেকে সুযোগ বেড়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং একটি ওয়েবসাইট ভিওিক স্টোরফ্রন্টের মতো। 

আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করার আগে আপনার একটি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার যদি আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না খোলা থাকে তবে নিচের নির্দেশনা গুলো অনুসরণ করুন ।

ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট খোলার নিয়ম

ধাপ ১-আপনার মোবাইল বা কম্পিউটারের Play Store এ ঢুকে সার্চ বারে গিয়ে Instagram লিখলে Instagram পেয়ে যাবেন । তারপর ইনস্টাগ্রাম ইনস্টল করুন।

ধাপ ২-ইনস্টাগ্রামের মধ্যে ঢুকে G-mail অথবা Phone Number দিয়ে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলুন।

ধাপ ৩-একটি ব্যবসায়িক অ্যাকাউন্টে সুইস করে আপনার প্রফাইলে গিয়ে উপরের ডানদিকে হ্যামব্যার্গে ক্লিক করুন।

ধাপ ৪- তারপর সেটিং অপশনে ঢুকে ব্যবসায়িক অ্যাকাউন্টে ক্লিক করে ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলুন।

একটি ব্যবসায়িক অ্যাকাউন্টে এমন কিছু অ্যাক্সেস দেয় যা ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন না।

কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করব

কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করব

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে কিছু প্রভাবক ও বিষয়বস্তু থাকে যাতে তার নিজস্ব সুবিধা রয়েছে।বিপণনকারীর ব্যবসায়িক অ্যাকাউন্টে এসব রয়েছে।

ইনস্টাগ্রাম মার্কেটিং এ বিভিন্ন বিপণনকারীদের কাছে বিভিন্ন জিনিস বুঝিয়ে থাকে। আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংর এর জন্য ব্যবসায়িক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ব্রান্ডের পণ্যের বিজ্ঞাপণ দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সরাসরি পণ্য এবং সার্ভিস বিক্রি করতে পারবেন।

আপনার ব্যবসার জন্য কোনটি সবথেকে গুরুত্বর্পুণ সে সর্ম্পকে আপনার গবেষনা করতে হবে।একটি প্রাথমিক গবেষনা আপনাকে সাহায্য করবে যে আপনি কী কী পণ্য এবং কী কী সার্ভিসর  ব্যবসা করবেন,কীভাবে বিজ্ঞাপন দিবেন।

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনার ছবি রাখা উচিত।এর ফলে দর্শকরা এক নজরে দেখতে পারবে আপনি কে এর ফলে ক্রেতাদের বা আপনার ইনস্টাগ্রাম অনুসারীদের বিশ্বাসয্যেগতা বাড়ে।

এখন কী কী ম্যাধমে দিয়ে ইনস্টাগ্রামে মার্কেটিং করা যায় তাই নিয়ে  নিচে বিস্তারিত আলোচনা করছি

ইনস্টাগ্রামে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার অনেক গুলো পথ আছে যেমন আপনি আপনার পণ্যের সকল তথ্য দিয়ে একটি ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন।

আপনি আপনার পণ্যর তথ্য দিয়ে আপনি একটি পোস্টার বা ফটো তৈরি করে কীভাবে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন

ইনস্টাগ্রামে বেশির ভাগ ভিডিও শুধুমাএ রিল হিসাবে শেয়ার করা যাবে।

কিছু ভিডিও রিল হিসাবে শেয়ার করলেও এই পরির্বতন দ্বারা প্রভাবিত হবে না।

এর মধ্যে ইনস্টাগ্রাম ওয়েবে পোস্ট করা ভিডিও এবং ফিডে পোস্ট করা ভিডিও গুলি সহ। ইনস্টাগ্রামে আপনাকে ৬০ সেকেনন্ডের  ভিডিও শেয়ার করা এবং সম্পদনা করার সুযোগ আছে।

কিছু কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিল দেখতে পারা যায় না, কীন্তু সেগুলিতে ভিডিও দেখাতে সক্ষম হবে না।

পনার ইনস্টাগ্রামে আপনি আপনার পন্যের ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন।

আপনি কীভাবে ইনস্টাগ্রামে ভিডিও মেযার করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো

একটি ক্লিপ রেকর্ড করতে রেকর্ড অপশনে চাপ দিয়ে দিয়ে রাখুন এবার রেকর্ড শেষ হলে হাত উঠান। 

আপনার রেকর্ড করা শেষ হলে রেকর্ড ভালো করে দেখুন ,রের্কড টি ভালো হলে  

আপনার ইনস্টাগ্রাম এ ঢুকে ভিডিও ডাউনলোড দিয়ে সাথে স্টিকার, অঙ্কন এবং আপনার কথা গুলো যোগ করে সম্পাদনা করে নিচের স্লাইডারটি ব্যবহার করুন৷তারপর আপনার শেয়ার করা ভিডিও সবাই দেখতে পারবে।তবে আপনি এক বা একাধিক ভিডিও রেকর্ড করতে পারলেও ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও যোগ করতে পারবেন।আপনি আপনার ইনস্টাগ্রামের বিভিন্ন সাইটে পণ্যর বিজ্ঞাপন দিয়ে ভিডিও গুলো শেয়ার করে আপনার পণ্যের বিক্রি বাড়াতে পারবেন।

আপনার পণ্যর বিজ্ঞাপন শেয়ার করে ও ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন।ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে যে কোনো পোডাক্ট ,সার্ভিস,সার্ভিস ব্রিক্রি করতে পারবেন।

আমার শেষ কথা

উপরের বর্ণনায় আমরা ইনস্টগ্রাম কীভাবে খুলব,ইনস্টাগ্রাম মার্কেটিং কীভাবে করব, কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিংশুরু করব,কী কী মাধ্যম দিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়,কীভাবে ইনস্টাগ্রামে আপনি আপনার পণ্যর ছবি, ভিডিও বানিয়ে শেয়ার করবেন,কীভাবে আপনি আপনার পন্যর বিজ্ঞাপন দিবেন সব কিছু বিস্তারিত আলোচনা করলাম। 

আশাকরি আপনাদের ভাল লেগেছে।

ইনস্টাগ্রাম বিষয়টি নিয়ে আমাদের লেখাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লেখাটি সামাজিক সাইটে শেয়ার করবেন।

তাছাড়া, আমাদের লেখাটি সর্ম্পকে কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

আরও পড়ুন

August 18, 2023
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক…
July 7, 2023
পাসপোর্ট করতে কি কি লাগে
বিদেশে যেতে বা দেশের মধ্যে কোথাও প্লেনে চলাচল করার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই…
May 22, 2023
বাংলাদেশের সকল থানার ওসির নাম ও নাম্বার [Updated 2023]
এখনে বাংলাদেশের সকল বিভাগ ও জেলার সকল থানার দায়িত্বপ্রাপ্ত ওসির সরকারী মোবাইল নাম্বার এর লিস্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link