Bangla courses
August 23, 2022

আইইএলটিএস কী ও কীভাবে IELTS এর প্রস্তুতি নিবেন ঘরে বসে

Here's everything you need to know about IELTS explained bangla.

আইইএলটিএস (ইংরেজি: IELTS) বলতে আমরা বুঝি,আপনি যে ইংরেজিতে বলেতে,লিখতে ও পড়তে পারেন তার উপরে একটা দক্ষতা সার্টিফিকেট।

আপনি যদি IELTS কী, একা কীভাবে শুরু করব, খরচ কত, কোথায় করলে ভাল হবে এই রকম প্রশ্নের উত্তর চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

ইংরেজি ভাষাটা International হওয়ায এর চাহিদা ব্যাপক ইংরেজি ভাষী দেশ গুলোতে যা মুখে বলার বাইরে।আপনি যদি ইংরেজির উপরে দক্ষতার কোর্স করতে চান, তাহলে ILTS টাই আপনার জন্য Best হবে বলে আমি মনে কারি।

আমাদের এই আর্টিকেলটা আপনাকে এ ব্যাপারে বুঝতে সাহায্য কারবে কিছুটা হলেও। চলু আমরা আর্টিকেলটা পড়ে বিষয়টা সম্পর্কে কিছু ধারোনা নিই। 

আইইএলটিএস কোর্স করতে আপনার আপনার 4-5 মাস সময় লাগতে পারে। এর পিছনে আপনার 10-15 হাজার টাকার মতো খরোজ হতে পারে।  

আইইএলটিএস কী?

1989 সালে IELTS যাত্রা শুরু করে এবং পরবর্তীতে বিশ্বব্যাপি জনপ্রিয়তা লাভ করতে শুরূ করে। দেশে ও দেশের বাইরে IELTS এর সার্টিফিকেট এর ব্যপক কদর। কেননা এটি ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। আর ইংরেজি কথা শোনা ও বোঝা, পড়া, লিখতে এবং কথা বলার ক্ষমতা পরীক্ষার সময় মূল্যায়ন করা হয়।

IELTS পূর্ণরূপ কী ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এমন একটি দেশের কাজ,যা অধ্যয়ন বা স্থানান্তরিত করতে আপনাকে ইংরেজির ভাষার উপরে সঠিক ধারোনা আনতে সাহায্য করার জন্য কাজ করা হয়েছে। এটি চাকরির সুযোগের পাশাপাশি আপনাকে একে অন্যের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে।

ইংরেজি ভাষাভাষী রাষ্ট্রে একজন ব্যক্তি যার মাতৃভাষা ইংরেজি না - কীভাবে কমিউনিকেশন করেন সেটা টেস্ট করা হয় এই পরিক্ষাতে। অর্থাৎ কেউ কীভাবে মনের কথা ইংরেজি বলা, ইংরেজি কথা কতটা বুঝেন, লিখা, পড়তে, পারেন এটা যাচাই এর মানদণ্ড IELTS স্কোর।

ইংরেজিতে ভাষার উপরে আপনিও দক্ষতা অর্জন করে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কীন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। IELTS 1-9 স্কেলে গ্রেড করা হয়ে।আপনার নূন্যতম 6 বা 7 পাইলেই আপনি আপনার যোগ্যতা অর্জন করতে পারবেন ।

আইইএলটিএস যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি: আইইএলটিএস অস্ট্রেলিয়া এবং কেমব্রিজ ইংরেজির মালিকানাধীন। আমাদের দেশে যত গুলা ILTS এর কোর্স সেন্টার রয়েছে প্রায় সব গুলোই এরা পরিচালোনা করে থাকে।

আইইএলটিএস পরীক্ষার নিয়ম

ILTS এর জন্য আপনাকে সবার আগে এই চারটি বিষয় সম্পর্কে ধারোনা রাখতে হবে। এই চারটি বিষয়ের উপরে যদি আপনি আপনার জ্ঞানকে এগিয়ে নিতে পারেন তাহলেই আপেনি এই কোর্সটাকে সম্পন্ন করতে পারবেন।

  • লিসেনিং(Listening)
  • রিডিং(Reading)
  • রাইটিং(Writing)
  • স্পিকীং(Speking)

লিসেনিং(Listening)

Examear জন্য আপনাকে ৩০ মিনিট সময় দেওয়া হবে। আপনাকে ৩০ মিনিটের অডিও clive শোনানো হবে।এই পরীক্ষায় 4টি ভাগে 10টি করে মোট 40টি প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রতিটির প্রশ্নের মান 1. এই ভিত্তিতে সঠিক উত্তরের উপর নির্ভর করে আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এর জন্য আপনাকে খুবি সঠিক হয়ে আপনার প্রেশ্নের সমাধান করতে হবে।

30 মিনিটের এই 4টি রেকর্ডটি আপনার মাত্র একবার শোনার সুযোগ থাকবে।এর পরে আপনাকে কিছু প্রশ্ন  করা হবে। খুব সতর্কতার সাথে আপনকে উত্তর দিতে হবে।

রিডিং(Reading)

রিডিং টেস্টের জন্য আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে ও 3 টি অনুচ্ছেদ থেকে 40 টি প্রশ্নের উত্তর দিতে হবে।এখানেও আপনাকে একী ভাবে পরিক্ষার মাধ্যমে এগোতে হবে।

একাডেমিক টেস্টের বিষয়গুলো বেশ বড় এবং এগুলো সংবাদপত্র, বই, ম্যাগাজিন সহ অনেক মাধ্যম থেকে নেওয়া হতে পারে যা থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করা হয়। এগুলো সাধারণত গবেষণা ও বিজ্ঞানভিত্তিক বিষয় হয়ে থাকে।আমাদের দৈন্দিন জীবনের সাথে মিল রেখে প্রশ্ন করা হয়।

রাইটিং(Writing)

রাইটিং টেষ্টটি হচ্ছে সব থেকে কঠিন বিষয় এ চারটি বিষয়ের মধ্যে।আরে এই পরিক্ষাটাও একটু কঠিন হয় অন্য গুলোর থেকে।এই টেস্টে 1ঘন্টা সময়ের মধ্যে আপনাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম অংশে একটি গ্রাফ, ডায়াগ্রাম, চার্ট, বা ম্যাপ দেওয়া থাকে যেটি নিজের মতো করে উপস্থাপন করতে হবে।

স্পিকীং(Speaking)

স্পিকীং বিষয়ের উপরেও আপনাকে অনেক গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে।আপনাকে  11 থেকে 14 মিনিটের পরীক্ষা দিতে হয়। প্রথম অংশে কিছু সাধারণ প্রশ্ন করা হয়।তার মধ্যে পরিবার, পড়াশোনা, কাজ, শখ ইত্যাদি নিয়ে।

দ্বিতীয় অংশে একটি বিষয়ে 2 মিনিট কথা বলতে হয়। তৃতীয় অংশে অন্য কোনো বিষয়ে পরীক্ষকের সঙ্গে 5 মিনিট কথোপকথন করতে হয়।

এই বিষয় গুলো যদি আপনার ঠিক থাকে তালে আপনি ILTES ভালো একটা স্কোর করতে পারবেন।

ঘরে বসে IELTS প্রস্তুতি কীভাবে নিবেন

আপনি যদি একটি ইংরেজি ভাষী দেশে কাজ করতে,বাস করতে বা অধ্যয়ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চ স্তরের ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে হবে নিজেকে সক্ষম হতে হলে।ইংরেজি হল বিশ্বরে তৃতীয় সর্বাধিক কথ্য বা মুখের ভাষা, বিশ্বব্যাপী প্রায় 379 মিলিয়ন ভাষাভাষীর দেশে রয়েছে।

আপনাকে এরজন্য নিজেকে তৌরি করতে হবে।চলুন কী কী করলে আইইএলটিএস এর প্রস্তুতি নিতে পারবেন ও নিজেকে তৈরি করতে পারবেন তা জেনে নিই। 

IELTS পরীক্ষার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনস্থির নিজের অবস্থা বুঝে করতে হবে, যে আপনি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এ বিষয় সম্পর্কে।IELTS এর প্রস্তুতি আসলে কেমন হবে সেটি অনেকাংশে নির্ভর করে আপনার আগে থেকে আপনি ইংরেজির উপর কেমন ধারোনা আছে।

ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখা 

IELTS এর বিষয়ে বেশ ভালো ধারণা পাতে হলে, সেই সাথে আপনার দক্ষতা বাড়াতেও আপনি  ইউটিউব চ্যানেলর সাহায্য নিতে পারেন।চ্যালেনের নাম নিচে প্রদান করা হলো।

IELTS Liz, IELTS UP, E2 IELTS, Crack-IELTS with Rob, English Speaking Success , Emma IELTS, E2 IELTS, Papa English, ETJ English, Anna English, Ellen Show ইত্যাদি এগুলো বাদে আরো অনেক ইউটিউব চ্যানেলে আছে আপনি সেগুলোও দেখতে পারেন।লেখার উপর ক্লিক করে চ্যানেলে প্রবেস করুন।

আইইএলটিএস ভালো করতে হলে আপনাকে নিজের উপরে নিজের ধর্য ধরতে হব,ধর্য হারা হলে চলবে না।জীবনকে সুন্দর করতে হলে আইইএলটিএস এর একটা কোর্স করা আনেক গুরুত্বপূর্ন যদি দেশের বাইরে উন্নতো রাষ্ট্রের জন্য অনেক প্রয়োজনিয় একটা সনদ।

IELTS পড়ার রুটিনটি কেমন হবে তা আপনি আপনার নিজের মতো করে তৈরি করতে পারেন।

কীভাবে ঘরে বসে IELTS প্রস্তুতি নেবার টিপস

আপনার সুবিধার জন্য নিচে কিছু নিয়ম তুলে ধরা হলো 

  • পরিশ্রম করার মন-মানসিকতা  নিয়ে এগোতে হবে এবং একী মনোবলে এঘিয়ে যেতে হবে।
  • নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বুঝে বুঝে ধাপেধাপে এগিয়ে যান। 
  • আপনার পড়াশোনার বাহিরে অতিরিক্ত সময় দিতে হবে ইংরেজি শিখার জন্য।প্রতিদিন নির্দিষ্ট  সময়ে ভিন্ন ভিন্ন ভাবে বিরতি হিন পড়তে হবে।
  • ভালো স্কোর করার জন্য কমপক্ষে 5-7মাস একটানা লেগে থাকতে হবে ও সাথে কোচিং বা একজন টিচারের সাহায্য নিতে হবে। 
  • ভালো ফরাফল করতে চাইলে ও স্কোর ভালো করতে চাইলে দিনে কম করে হলেও 3-4 ঘন্টা পড়তে হবে। পড়ার সময় মোবাইল ফোন দূরে রাখুন।
  • যখন পড়বেন বা প্যাটিস নিবেন ওই সময়টাতে সবসময় ইংরেজিতে  সম্পর্কে ভালো ভাবে জানুন অর্থাৎ ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ভিডিও দেখুন এবং প্রয়োজনে  ইংরেজি মার্ক করে করে পত্রিকা পড়ুন ও বোঝার চেষ্টা করুন।
  • আপনি ইংরেজিতে দুর্বল হলে আপনাকে নিয়মিত আরও বেশি সময় পড়াশোনা করতে হবে।আর সব সময় চিন্তা করবেন আমাকে পারতে হবে।
  • ভালো কোচিং এর ভর্তি হতে পারেন। 
  • এছাড়া আরো অনেক উপায়ে আপনি আপনার নিজের মতো করে রুটিং তৈরি করে শেখার পক্রিয়া চালিয়ে যেতে পারেন।

IELTS এর রেজিস্ট্রেশন পদ্ধতি ও খরচ

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এর অধীনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বরিশাল, সিলেট, কুমিল্লা জেলায় পরীক্ষার সেন্টার রয়েছে।

 আপনি যদি IELTS এর উপরে কোর্স করতে চান তাহলে নিচে লেখা বিষটি আপনার সহায়ক হিসাবে কাজ করবে।

  • রেজিস্ট্রেশনের জন্য আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। 
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২কপি ছবি। এক্ষেত্রে ৬মাস আগের ছবি ব্যবহার করবেন না। ছবি তোলার সময় চশমা ব্যবহার করবেন না।
  • আপনার আইইএলটিএস স্কোরটি যদি কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পাঠাতে চান তাহলে এপ্লিকেশন ফর্মে সেই বিশ্ববিদ্যালয় বা কলেজের নাম নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে।
  • অফলাইনে আবেদন করলে নির্দিষ্ট সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম নির্ধারিত ফি সহ জমা দিতে হবে। 
  • অনলাইনে আবেদন করলে সকল কাজ অনলাইনে করতে পারবেন। আর ফি জমা দানের ক্ষেত্রে আপনার নির্ধারিত সেন্টারে গিয়ে বা কার্ডের মাধ্যমে প্রদান করতে পারেন। 

IELTS রেজিস্ট্রেশন ফি ২০০ ডলার। অর্থাৎ বাংলাদেশী টাকা অনুসারে ১৭০০০-১৮০০০ টাকার মত। ডলারের মানের উপর ভিত্তি করে এটি কম বেশি হতে পারে।

IELTS কোথায় করলে ভালো হবে

দেশের আনেক IELTS কোর্স করার পশিক্ষন কেন্দ্র রয়েছে।এছাড়া আপনি অনলাইনে ও এই কোর্স সম্পর্কে জানতে পারেন। আপনার পছন্দ মতো ইউটিউব চ্যনেলের মাধ্যমে ও কোর্স সম্পর্কে ধারোনা নিতে পারেন।আমাদের দেশেই অনেক কোচিং সেন্টার রয়েছে। আপনি সেই সব  জনপ্রিয় প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার থেকে ভালোভাবে প্রশিক্ষনিতে পারেন। নিচে তার কিছু ধারোনা দেওয়া হলো।    

  • British Council Bangladesh
  • St. John's Tutorial
  • Salt Lab
  • Wings Learning Center
  • British American Resource Centre
  • Mentors
  • Saifur's IELTS Coaching Centre
  • British Language Club and IELTS Centre
  • Accent British Learning Centre
  • Future Ed English Bangladesh
  • GREC Bangladesh

এছাড়া আপনি নিজের পছন্দো মতো করে কোর্স সম্পর্কে আরো ধারোনা নিতে পাবেন।

IELTS প্রস্তুতি জন্য সহায়ক বই সমূহ

IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে অনেক ধরোনের সহায়ক বই রয়েছে।তাছাড়া আপনি  নেটে সার্চ দিয়ে পিডিএফ ডাউনলোড করেও বই গুলো সম্পর্কে ধারোনা  নিতে পারেন। IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের উল্লেখিত বইসমূহে সাহায্য নিতে পারেন।

  • অফিসিয়াল কেমব্রিজ গাইড (7-16)
  • উত্তর সহ IELTS এর জন্য কেমব্রিজ শব্দভান্ডার
  • ক্লিফস দ্বারা TOEFL
  • ইংরেজিতে সাধারণ ভুল (ইংরেজি সংস্করণ)
  • IELTS ইন্টারমিডিয়েট + অ্যাডভান্সড বইতে সাধারণ ভুল
  • মাইকেল সোয়ানের ব্যবহারিক ইংরেজি ব্যবহার
  • আইইএলটিএস প্র্যাকটিস টেস্ট প্লাস
  • পড়ার দক্ষতা
  • কীভাবে IELTS রিডিং এ 7+ পেতে হয়
  • সাইফুরের IELTS লেখা
  • সাইফুরের শোনা ও কথা বলার অনুশীলন বই

বোইগুলোর নাম ওযেব সাইড থেকে নেওয়া।আপনারা ওয়েবসাইড নিয়ে ঘাটাঘাটি করলে এরকোম আরো অনেক বই এর নাম পেযে যাবেন। 

শেষ কথা  

আশাকরি “আইইএলটিএস কী ও কী ভাবে আইইএলটিএস এর প্রস্তুতি নিবেন ”এই সম্পর্কে কিছুটা হলেও ধারোনা দিতে পেরেছি আপনাদেরকে।

শিখার কাজ আমাদের চালিয়ে যেতে হবে,শিখতে শিখতে একদিন সফলতার শিখরে পৌছাতে পারবেন ।

আরও পড়ুন

June 6, 2024
অর্থোপেডিক ডাক্তার কে? অর্থোপেডিক ডাক্তার কী করেন?
আমাদের দৈনন্দিন জীবনে শরীরের প্রতিটি অংশের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হাড় ও জয়েন্ট। যখন…
June 1, 2024
কম্পিউটার টেবিল ব্যবহারের উপকারিতা
ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ কেস ও মনিটর রাখার জন্য টেবিলের প্রয়োজন হয়। এক্ষেত্রে কেউ বাসার সাধারণ…
August 18, 2023
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link