If you're looking for a guide in bangla to earn money from Facebook video, page and group, you are on the right place.
ফেসবুক আকউন্ট ও পেজ থেকে টাকা আয় করা যায়। দুই তিন বছর আগে ফেসবুকে মনিটাইজেশন করার কোন অপশন ছিল না। কীন্তু বর্তমানে বাংলাদেশে বসেই ফেসবুকে থেকে টাকা আয় করা যায়। মজার ব্যপার ফেসবুকের থেকে টাকা আয় করার ৪টি উপায় আছে।
এই আর্টিকেলে আমি চেষ্টা করছি ফেইসবুক পেইজ থেকে আয় করার ৪টি উপায় ও টাকা আয় নিয়ম ও শর্তগুলি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে করে আপনার অনলাইন থেকে ইনকাম করার পথ তৈরি হয়।
আমি এখানে যেসব তথ্য নিয়ে আলোচনা করেছি সেগুলো ফেসবুকের অফিশিয়াল ডকুমেন্টেশন থেকে নেওয়া। এছাড়াও আমার Experience থেকে কিছু টিপস শেয়ার করেছি।
তো, শুরু করা যাক, প্রথমে আমরা জানবো কোন চারটি উপায়ে আপনি টাকা আয় করতে পারবেন।
Facebook-এ আপনি কন্টেন্ট মনিটাইজেশন করতে পারেন এমন কয়েকটি ভিন্ন উপায় রয়েছে:
ইন-স্ট্রীম বিজ্ঞাপনগুলি আপনার ভিডিওর আগে, মধ্যে বা পরে ছোট বিজ্ঞাপন দেখিয়ে করে অর্থ উপার্জন করা যায় ৷ যদিও এটা নতুন কোন কিছু না, ইউটিউব ভিদিওতে আমারা এই ধরনের এড দেখতে পাই।
আপনি যদি ভিডিও ক্রিয়েটর হন, তাহলে এটি খুব ভাল একটা উপায় হবে। আর একটা তথ্য না দিলেই না- ইউটিউব ভিডিও থেকে সাধারণত ফেসবুক ভিডিওতে খুব সহজে ভিউ পাওয়া যায়। আর ইনকাম ও বেশি হয়।
ইন-স্ট্রীম এড অপশন চালু করতে চাইলে কিছু শর্ত পূরণ করতে হবে।
ইন-স্ট্রীম বিজ্ঞাপনের জন্য যোগ্যতা অর্জন করার শর্তসমুহ হলঃ
একবার আপ্রুভাল পেলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিবে, তবে আপনি নিজের নির্বাচন করতে পারেন৷ আপনি যদি ইনস্ট্রীম ভিডিও এড দিয়ে টাকা আয় করতে চান তা হলে ফেসবুকের গাইড লাইন পড়ে নিতে পারবেন। বিস্তারিত- এখানে।
যদি আপনি Exclusive কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ফেসবুকের এই অপশন চালু করে মেম্বারশিপ অপশন চালু করতে পারেন। এটা চালু করলে, কেউ আপনার কন্টেন্ট দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে।
আপনি এখানে আপনার পৃষ্ঠার যোগ্যতা পরীক্ষা করতে পারেন। আপনার পৃষ্ঠা এবং বিষয়বস্তু অবশ্যই মেনে চলতে হবে:
ব্র্যান্ড কোলাবস ম্যানেজার হল একটি টুল যা বিভিন্ন্য ব্র্যান্ড কে Facebook এবং Instagram-এ কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সংযুক্ত করে। এখানে, ক্রিয়েটররা তাদের আগ্রহ, তারা যে ধরনের কন্টেন্ট তৈরি করে, যার সাথে তারা কাজ করতে চায় এমন নির্দিষ্ট ব্র্যান্ডের একটি তালিকাও তুলে ধরতে একটি পোর্টফোলিও তৈরি করে ।
আপনি একজন ক্রিয়েটর হিসাবে ব্র্যান্ড কোলাবস ম্যানেজার হিসেবে আবেদন করতে পারেন। আপনি যদি এবিষয়ে আরও জানতে চান বা আবেদন করতে চান তা হলে এই লিংকে যান।
তবে এখানে আপ্রভাল পেতে যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলি হলঃ
উপরের তিনটা আইডিয়া ছিল ফেসবুক পেজের জন্য, অর্থাৎ একটি ফেসবুক পেজ লাগবে। কীন্তু এইটি করতে একটি group লাগবে। যারা এই গ্রুপের সুবিধা উপভোগ করতে চাইবে তাদের মাসিক বা আজীবনের জন্য ফি বা টাকা দিতে হবে।
অর্থপ্রদানের Facebook গ্রুপগুলিতে, আপনি করতে পারেন:
একবার আপনি আপনার গ্রুপের নাম পছন্ধ হয়ে গেলে, একটি গ্রুপ সেট আপ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
সোশ্যাল মিডিয়া এক্সামিনারের মতে, ফেসবুকের বিজ্ঞাপন প্রচার প্রতি 1,000 ভিউতে গড়ে $8.75 তৈরি করে। কীন্তু ভিডিও টাইপ, ত্রাফিক ভেলু, এড টাইপ ও আরও কিছু আনুসাঙ্গিক বিষয়ের উপরে ভিত্তি করে টাকার পরিমান কম বা বেশি হয়।
বাংলাদেশের প্রেক্ষিতে ৫ মিনিটের একটি ভিডিওতে গড়ে প্রতি হাজার ভিউতে গড়ে ৪০০ টাকার মত আয় হয়। অর্থাৎ প্রতি একলাখ ভিউ তে আপনি ৪০০০০ হাজার টাকা আয় হতে পারে।
এখানে অনেকের একটা প্রস্ন থাকে "ইউটিউব বনাম ফেসবুক কার আয় বেশি" । এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। কারণ এটা মানুষ থেকে মানুষ আলাদা হয়, আবার টপিক থেকে টপিক আলাদা হয়। কিছু কিছু টপিক ফেসবুকে ভাল চলে আর কিছু ইউটিউবে।
তবে, ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হবার সুযোগ একটু বেশি, কারণ শেয়ার করা সহজ। আবার কেউ লাইক কমেন্ট করলে তার বন্ধুদের ও ফেসবুক একই ভিডিও সাজেস্ট করে।