Bangla courses
July 24, 2022

সেরা ১০টি ডিজিটাল মার্কেটিং কোর্স

আপনি যদি ডিজিটাল মার্কেটিং- এ ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই পোস্ট আপনার জন্য। এখানে আমি চেষ্টা করেছি বর্তমান সময়ে ইংরেজি ও বাংলা ভাষায় সেরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলি তুলে ধরতে।

ডিজিটাল মার্কেটিং শেখার সেরা উপায় হল একটি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স করা। একটি ভাল কোর্স আপনাকে দ্রুত একজন সফল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে সাহায্য করবে।

প্রযুক্তির এই যুগে বিশ্বকে আমরা হাতের মুঠোয় বসে দেখছি। শুধু দেখছি বললে ভুল হবে, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকর্মও কীন্তু আমরা এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করে থাকী। আপনি একজন উদ্যোক্তা, বিপণন ব্যবস্থাপক, বিপণন বিশেষজ্ঞ এবং ছোট ব্যবসার মালিক যা হন না কেন - ডিজিটাল মার্কেটিং দক্ষতা যে কারো জন্য গুরুত্বপূর্ণ।

ডিজিটাল মার্কেটিং কোর্স

আপনি যদি 'ডিজিটাল মার্কেটিং কোর্স'-এর জন্য গুগলে সার্চ করেন তাহলে আপনি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ডিসিপ্লিন কভার করে প্রচুর কোর্স পাবেন। উদাহরণস্বরূপ, এমন কোর্স রয়েছে যেগুলি শুধুমাত্র এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ফোকাস করে, তারা সমস্ত ডিজিটাল মার্কেটিং শেখায় না। এই গাইডের উদ্দেশ্য হল সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কোর্সগুলি প্রদর্শন করা যা ডিজিটাল মার্কেটিং ধারণাগুলির একটি বিস্তৃত পরিসর কভার করে এবং শুধুমাত্র একটি ক্ষেত্র নয়৷

আপনি চাইলেই আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনার ব্যবহৃত ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে এই ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ভিবিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ধরুণ ফেসবুক, টুইটার,ইউটিউব ইত্যাদির সাহায্যে আপনি আপনার অনলাইন মার্কেট প্লেসটি গড়ে তুলতে পারবেন।

সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স

সেরা ডিজিটাল মার্কেটিং কোর্সের কথা উঠলেই প্রথমে যে সব প্লাটফর্ম গুলোর নাম চলে আসে তা হলোঃ

  1. Google Digital Unlocked (গুগল ডিজিটাল আনলকড)
  2. Post Graduate Program in Digital Marketing
  3. SEMRUSH Academy (সেমরাশ একাডেমি)
  4. Copy Blogger Online Marketing (কপি ব্লগার অনলাইন মার্কেটিং)
  5. Google Analytics Academy free Course (গুগল এনালিটিক্স একাডেমি ফ্রী কোর্স)
  6. Opt-in Monster Marketing free Training (অপ্টিন মনস্টার মার্কেটিং ফ্রী ট্রেনিং)
  7. Google Skill Shop (গুগল স্কীলশপ)
  8. HubSpot Online Marketing Course (হাবস্পট অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স)
  9. Google Digital Garage ( গুগল ডিজিটাল গ্যারেজ)
  10. YouTube

চলুন এবার এই কোর্স গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১। Google Digital Unlocked (গুগল ডিজিটাল আনলকড)

গুগল ডিজিটাল আনলকড

গুগল ডিজিটাল আনলকড হলো গুগলের এমন একটি পরিসেবা যার মাধ্যমে আপনি খুব সহজেই ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন। এই সেবাটির মাধ্যমে যে কেউ সম্পূর্ণ ফ্রীতে প্রোফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স (professional digital marketing course) করতে পারবেন।

এই ফ্রী কোর্সটি করার ফলে গুগল আপনাদেরকে একটি অনলাইন (online) এবং (offline training) অফলাইন ট্রেনিংসহ একটি সার্টিফিকেট প্রদান করবে। যা দিয়ে আপনি চাইলে বিভিন্ন চাকরির আবেদনও করতে পারবেন। Google Digital Unlocked এর এই প্লাটফর্মে মূলত ১৫১ টি online course রয়েছে। যার মধ্যে ৩২ কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে।

আপনার সম্পূর্ণ ফ্রীতেই এই কোর্স গুলো চ্যাপ্টার হিসেবে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ঘরে বসেই শিখতে পারবেন। সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করার পর আপনাকে online এ 40 টি কুইজের উত্তর দিতে হবে। এবং আপনি তাতে উত্তীর্ণ হলেই। গুগল আপনাকে একটি ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট প্রদান করবে।

আর এই কোর্সের মাধ্যমে আপনি যা শিখতে পারবেনঃ

  • অনলাইনে কীভাবে সক্রিয় হতে হয়,
  • বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস সম্পর্ক,
  • সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কে,
  • সার্চ এ্যাডস সম্পর্কে,
  • এনালাইজিং ইত্যাদি,

2. Online Marketing Training Hub by Facebook

Online Marketing Training Hub by Facebook

Facebook এই নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কারণ আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকী। আপনারা চাইলেই কীন্তু এই ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কোর্সটি একদম ফ্রীতেই সম্পন্ন করতে পারেন।

আর এর জন্য আপনাদের এই ফেসবুকের ব্দারা চালু করা Digital Training Hub এটির সাহায্য নিতে হবে। ২০১৭ সালের নভেম্বরের ২২ তারিখে ফেসবুক এই Digital Training Hub এবং Startup Training Hub এই দুটো সার্ভিসকে একসাথে launch করেছে। এছাড়াও কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর ফেসবুক থেকে ডিজিটাল মার্কেটিং বিষয়ের একটি সার্টিফিকেটও প্রদান করা হয়ে থাকে।

এই কোর্সটি করার জন্য  আপনারা সরাসরি Facebook for business এই ওয়েব সাইটে চলে যাবেন এবং তারপর Free online course এর একটি পেজ দেখতে পাবেন। সেখান থেকে Digital Marketing এর সাথে জড়িত অনেক কোর্স পেয়ে যাবেন।

লিঙ্কঃ https://www.facebook.com/business/learn

3. SEMRUSH Academy

ডিজিটাল মার্কেটিং এর জগতে সেমরাশ একাডেমি অন্যতম। SEMRUSH Academy এর মাধ্যমে আমরা মূলত Organic search, PPC, এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। সেমরাশের কিছু ফ্রী ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে যার বিষয়বস্তু হলো SEO, content marketing, PPC, এবং social media marketing,ইত্যাদি।আপনারা চাইলেই SEMRUSH Academy এর ওয়েবসাইটে গিয়ে ফ্রী একটি একাউন্ট তৈরি করে একদম ফ্রীতে এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটি করে নিতে পারেন।

ওয়েবসাইট লিঙ্কঃ https://www.semrush.com/academy/courses/

4. Copy Blogger Online Marketing (Paid)

ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় কপি ব্লগার নামটি বেশ পরিচিত।মূলত কন্টেন রাইটিং এর উপরে ভিত্তি করেই Copy Blogger online Marketing এর সার্টিফিকেট প্রদান করে থাকে। ব্র্যান্ড ক্লার্ক নামক একজন ব্যক্তি, যিনি এই কপি ব্লগার প্রতিষ্ঠা করেন।আপনারা চাইলেই Copy Bloggers এর website এ গিয়ে রেজিষ্ট্রেশন করে ডিজিটাল মার্কেটিং এর বিষয়ের কোর্সটি খুব সহজেই করে নিতে পারেন।

ওয়েবসাইট লিঙ্কঃ- https://copyblogger.com/

৫। Google Analytics Academy free Course

Google Analytics Academy এর কোর্স গুলোর মধ্যে গুগলের অনুমদিত দারুণ কিছু ডিজিটাল মার্কেটিং বিষয়ের কোর্স রয়েছে। গুগল এনালিটিক্স একাডেমির উল্লেখযোগ্য কোর্স গুলো হলোঃ

  • গুগল এনালিটিক্স ফর পাওয়ার ইউজার,
  • গেটিং স্টার্টেড উইথ গুগল এনালিটিক্স,
  • গুগল ট্যাগ ম্যানেজার ফান্ডামেন্টালস,
  • ইন্ট্রোডাকশন টু ডেট স্টুডিও, ইত্যাদি

এই কোর্স গুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই গুরত্বপূর্ণ। আর এই কোর্স গুলো সফল ভাবে সম্পাদণ কারী ব্যক্তিকে Google Analytics Academy free Course (গুগল এনালিটিক্স একাডেমি ফ্রী কোর্স) এর পক্ষ থেকে ফ্রী একটি সার্টিফিকেট ও প্রদান করা হয়ে থাকে।এছাড়া বড় বিষয় হচ্ছে আপনি ওই কোর্স গুলো সম্পুর্ণ বিনা মূল্যে বাড়িতে বসেই করতে পারবেন।

লিঙ্কঃ https://analytics.google.com/analytics/academy/

৬। Optinmonster Marketing free Training

অপ্টিন মনস্টার এটি মূলত Website Conversion পুরের জন্য একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠান। Optin Monster তাদের বিভিন্ন ইউজারস এর জন্য ডিজিটাল মার্কেটিং এর বিষয়ের বিভিন্ন কোর্স একদম ফ্রীতে করিয়ে থাকে। তো আপনি চাইলেই কীন্তু Optin Monster এর থেকে ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রী কোর্সটি করে নিতে পারেন।

লিঙ্কঃ- https://optinmonster.com/

৭। Google Skill Shop

এবারে আমরা আলোচনা করবোGoogle Skill Shop (গুগল স্কীলশপ) এর কিছু ডিজিটাল মার্কেটিং কোর্সের বিষয়ে।Google Skill Shop এর মাধ্যমে আপনারা মূলত Google এর বিভিন্ন প্রডাক্টস সম্পর্কে Advanced Digital Marketing এর সার্টিফিকেট পেয়ে থাকবেন। যেটা ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় খুবই গুরুত্বপূর্ণ। Google Skill Shop এর কোর্স গুলোর মধ্যে রয়েছেঃ

  • গুগল অ্যাপস।
  • গুগল এডুকেশন ।
  • গুগল মার্কেটিং প্লাটফর্ম।
  • গুগল মা'ই বিজনেস।
  • এবং ইউটিউব সার্টিফিকেশন।

এই কোর্স গুলো আপনি ঘরে বসেই একদম ফ্রীতে করতে পারবেন এবং খুব সহজেই।কারণ কোর্স গুলো ভিডিও ধারণ করে কন্টেন্ট আকারে রাখা হয়েছে স্টেপ বাই স্টেপ।
তাই আর দেরি না করে দ্রুতই কোর্স গুলো করে ফেলুন।

লিঙ্কঃ- https://skillshop.withgoogle.com/

৮। Hubspot Online Marketing Course (free)

ডিজাইন মার্কেটিং এর জগতে Hubspot Online Marketing খুবই পরিচিত একটি নাম।Hubspot Online Marketing এর ডিজিটাল মার্কেটিং বিষয়ের কোর্স গুলোর মধ্যে আছে, সোস্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ও ইনবন্ড মার্কেটিং সার্টিফিকেশন কোর্স।বিখ্যাত ডিজিটাল মার্কেটার সুজন প্যাটেল এবং ম্যাথিউ বাডি Hubspot Online Marketing এর সোস্যালমিডিয়া মার্কেটিং ও কন্টেন্ট মার্কেটিং এর কোর্স গুলো ডিজাইন করেছেন।তাই আপনি চাইলেই খুব সুন্দর ও সহজ ভাবে কোর্স গুলো করতে পারেন।

লিঙ্কঃ- https://www.hubspot.com/resources/courses

৯। Google Digital Garage (free)

যদি ডিজিটাল মার্কেটিং কোর্স শেখার একটি অনবদ্য প্লাটফর্মের কথা বলি তাহলে সবার প্রথমে যে প্লাটফর্মের নাম আসে তা হলো, Google Digital Garage ( গুগল ডিজিটাল গ্যারেজ)। এই কোর্সটি করার মাধ্যমে আপনি গুগলের বিভিন্ন প্রোডাক্টসের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। টপ টেন অনলাইন বিজনেস মিডিয়া, ফান্ডামেন্টালস অফবিড মার্কেটিং সহ আপনি ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে বিশদ ধারণা পেয়ে যাবেন। কোর্সটি করার পর আপনি গুগলের থেকে একটি সার্টিফিকেট খুব সহজেই পেয়ে যাবেন। যেটি আপনাকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ক্যারিয়ারে বেশ সফলতা বয়ে আনতে সাহায্য করবে। এবং মনে রাখবেন Google Digital Garage ( গুগল ডিজিটাল গ্যারেজ) এর দেয়া এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি কীন্তু সম্পুর্ণই ফ্রী।

১০। YouTube থেকে শিখুন

ইউটিউব হলো একটি ভিডিওর ভান্ডার।বিভিন্ন বিষয়ের ভিডিও টিউটোরিয়াল আপনারা খুব সহজেই YouTube এর মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি যদি সহজ ভাবে এবং একদম সুরু থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাহলে আমি আপনাকে YouTube থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে শেখার জন্য পরামর্শ দিবো।
কারণ, YouTube এর মধ্যে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিংয়ের professional course এর ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই। যেখান থেকে আপনি খুব সহজ ভাবে এই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

শেষ কথা

আশাকরি সেরা দশটি ডিজিটাল মার্কেটিং বিষয়ের ফ্রী কোর্সের ব্যপারে যে আলোচনা গুলো করলাম তা আপনাদের ভালো লেগেছে। সর্বশেষ একটা কথা বলতে চাই, আর তা হলো, আপনারা যে যেভাই এই ডিজিটাল মার্কেটিং কোর্স করেন না কেন, যদি নিজেরা তা অনুশীলন না করেন, তাহলে এই কোর্স আপনার কোনো কাজেই আসবে না। তাই কোর্স গুলো করার পর সেগুলোকে বেশি বেশি অনুশীলন বা প্রাকটিস করবেন, এর ফলে নিজেরও দক্ষতা বাড়বে এবং নিজেই নিজের একটি অনলাইন ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম গড়ে তুলতে পারবেন।

আরও পড়ুন

August 18, 2023
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকেন, যারা আর্থিক…
July 7, 2023
পাসপোর্ট করতে কি কি লাগে
বিদেশে যেতে বা দেশের মধ্যে কোথাও প্লেনে চলাচল করার জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই…
May 22, 2023
বাংলাদেশের সকল থানার ওসির নাম ও নাম্বার [Updated 2023]
এখনে বাংলাদেশের সকল বিভাগ ও জেলার সকল থানার দায়িত্বপ্রাপ্ত ওসির সরকারী মোবাইল নাম্বার এর লিস্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link