Bangla courses
September 15, 2022

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত।বর্তমানে টাকা লেনদেন করার আনেক মাধ্যম রয়েছে এর মধ্যে বিকাশ অন্যতম।

বিকাশ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে চান? কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে সে সব বিস্তারিত আমি আপনাদের বলব।

প্রথমেই আপনার বিকাশ একাউন্ট টি শূন্য করতে হবে

বিকাশ একাউন্ট বন্ধ হয়ে গেলে, আর টাকা লেনদেন করা যাবে না। আর টাকা থাকলে সেটা বন্ধ করা যাবে না। সুতরাং, আপনার বিকাশ একাউন্টে থাকা সব টাকা তুলে ফেলুন।

কীন্তু সমস্যা হল, সহজেই রিচার্জ বা টপ -আপ করে টাকা শূন্য করতে পারবেন না। তবে আপনি সেন্ড মানি ব্যবহার করে যেকোনো পরিমাণ স্থানান্তর করতে পারেন।

বিকাশ আকউন্ট বন্ধ করার দুটি নিয়ম

আজকের আর্টিকেলে বিকাশ একাউন্ট বন্ধ বা ডিলিট করার উপায় বা নিয়ম ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো:

ক. আজীবনের জন্য একাউন্টটি বন্ধ বা ডিলিট করতে

আপনার বিকাশ একাউন্টটি খোলার সময় যার ভোটার আইডি কার্ড ব্যবহার করা হয়েছে তার মূল ভোটার আইডি কার্ড (তাকে সহ) এবং মোবাইলটি নিয়ে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা অফিসে গিয়ে আপনার বিকাশ একাউন্টটি বন্ধ করতে পারবেন। আর, যে সিমে বিকাশ একাউন্ট ওই সিমটা সাথে নিয়ে যেতে হবে।

  • এনআইডি কার্ড এবং অ্যাকাউন্ট হোল্ডারের 2টি পাসপোর্ট সাইজের ছবি (ব্যক্তির নামে বিকাশ অ্যাকাউন্ট)
  • একাউন্টের মালিক মারা গিয়ে থাকলে, ব্যক্তির মৃত্যুর প্রমাণ ও কাস্টমার কেয়ারে আসা দ্বিতীয় ব্যক্তির NID কার্ড এবং 2টি পাসপোর্ট সাইজের ছবি।

এক্ষেত্রে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে যাবেন।শুক্রবার বিকাশ গ্রাহক সেবা অফিস বন্ধ থাকে।

খ. ঘরে বসে বিকাশ আকউন্ট বন্ধ করার উপায়

এক্ষেত্রে আপনি বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার থেকে 16247 ডায়াল করুন এবং বিকাশ প্রতিনিধির সাথে কথা বলুন। এই ক্ষেত্রে, আপনি আপনার বিকাশের জন্য প্রয়োজনীয় তথ্য সহ সাময়িকভাবে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন। তাছাড়া বিকাশ ফেসবুক পেজের লাইভ চ্যাট অপশনের মাধ্যমে এটি করা যাবে এবং ইমেইলের মাধ্যমে তথ্য জানা যাবে।

ভবিষ্যতে, আপনি যখন খুশি বিকাশ কাস্টমার কেয়ারে আবার কল করে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বাসা থেকে বিকাশ একাউন্ট ডিলিট করা সম্ভব নয়। সম্পূর্ণভাবে ডিলিট করার বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে।

মন্তব্য 

উপরে উল্লেখিত আর্টিকেলটিতে বর্ননা করা হয়েছে কীভাবে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করবেন। আরও বিস্তারিত জানতে বিকাশের হেল্প লাইন নম্বর 16247 কল করুন।

আরও পড়ুন

March 12, 2023
ক্রেডিট কার্ড কি ও কিভাবে একটি ক্রেডিট কার্ড পাবেন?
একটি ক্রেডিট কার্ড হল একটি প্লাস্টিক কার্ড যা ব্যক্তিদের কেনাকাটা করার জন্য শর্ত সাপেক্ষে টাকা…
September 13, 2022
ভিসা ডেবিট কার্ড কী? ভিসা ডেবিট কার্ড কীভাবে করতে হয়
ভিসা ডেবিট কার্ড ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দ্বারা জারি করা হয় এবং সরাসরি আপনার…
September 13, 2022
মাস্টার কার্ড ও ভিসা কার্ডের পার্থক্য (কোনটি ভাল)
মাস্টার কার্ড ও ভিসা কার্ড দুটি দুই কোম্পানি হলেও এদের মধ্যে তেমন পার্থক্য নেই। তবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram
Share via
Copy link