আপনি যদি কৃষি খাতে একটি ব্যবসা শুরু করতে আগ্রহী হন এবং লাভজনক ছোট বা মাঝারি কৃষি ব্যবসা আইডিয়া খুঁজছেন, তাহলে এই আর্টিকেল আপনার জন্য। এখানে আমি আপনাদের জনাবো, বাংলাদেশে করা যাবে এমন ১০০টি লাভজনক কৃষি ব্যবসার সম্পর্কে।
কৃষি ব্যবসা হল পশুসম্পদ এবং শস্য সম্পর্কীত কৃষি সামগ্রীর মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন ও বিপণন। সবচেয়ে লাভজনক কৃষি ব্যবসার ধারণা যেখানে আপনি ফসল চাষ, উৎপাদন ও প্রক্রিয়াকরণ, জলজ চাষ, পশু স্বাস্থ্য এবং ফিড, কৃষি-জৈব পণ্য, জৈব প্রযুক্তিগত সার্ভিস, শক্তি-সঞ্চয় এবং পরিবেশগত কৃষি-উৎপাদন ব্যবস্থা ইত্যাদি।
আদিম কাল থেকে মানুষ কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি ব্যাপারটা গ্রামের মানুষের রক্তের সাথে মিশে আছে। কৃষির সাথে দেশের অর্থনীতির চাকা এক সাথে গাথা। গাড়ি যেমন চাকা ছাড়া চালানো সম্ভব না তেমনি দেশের অর্থনীতি ও কৃষিকে বাদ দিয়ে চিন্তা করা সম্ভব না।
কৃষির উপর রয়েছে এ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার অগাধ সম্ভবনা। স্টার্টআপ কৃষি ব্যবসা -কে সমৃদ্ধের পথে নিতে হলে আমাদেরকে এটির উপরে সঠিক ভাবে জ্ঞান লাভ করতে হবে।
কৃষি চাষ সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে একটি। কৃষি পণ্য উৎপাদন ও বিপণন শিল্পে বিনিয়োগ করে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন।
এই পোস্টে, আমরা আপনার জন্য কিছু প্রধান এবং অর্থ উপার্জনকারী উৎপাদনমুখী কৃষি ব্যবসার আইডিয়া বা ধারণা নিয়ে এসেছি যা থেকে ভাল আয় করা যাবে।
১০০টি সবচেয়ে লাভজনক কৃষি ব্যবসার ধারণা দেয়া হল
ফলমূল কেনা পছন্দ করে।ফলের প্রতি সবার রয়েছে আলাদা একটা আকর্ষন। আপনার যদি চাষ যোগ্য জমি থেকে থাকে তাহলে আপনি বাজারের চাহিদারত যে সকল ফল রয়েছে তা আপনি বাড়ির জমিতে সহজেই ফলাতে পারেন।
ফল চাষ করে আপনি নিজেকে সাবলম্বি হিসাবে গড়ে তুলতে পারবেন। আপনার যদি ফলের গাছ লাগানোর জায়গা থাকে তাহলে এটি আপনার জন্য সেরা ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া।
ফুলকে বলা হয় ভালোবার প্রতিক।ফুল পছন্দো করে না এমন মানুষ খুজে বের করা কঠিন ব্যাপার। যেকোনো অনুষ্ঠানে সাজসজ্জায় ফুলের রয়েছে ব্যাপোক চাহিদা।
এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি আপনার বাসা বাড়িতে মৌসুমি ফুলের চাষ করে কৃষি খাতকে সমৃদ্ধ করতে পারেন। ফুল চাষ একটি আল্প পুজিতে ছোট কৃষি ব্যবসার আইডিয়া।
মানব শরিরের পরিপাক তন্ত্রের কাজ ঠিক রাখার জন্য শাক-সবজির গুরুত্ব অপরিসিম। আবার এই ফসলে লাভ বেশি।
আপনি আপনার বাসা বাড়ির আঙ্গিনায় খুব সহজে এই সব শাক-সবজি চাষ করতে পারবেন। যা আপনার পরিবার সহ দেশের চাহিদা মিটাতে সহায়ক হিসাবে কাজ করবে।
গাছপালা কেনা পছন্দ করে, বাগানের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি। আপনার যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে বাসা বাড়ির ছাদে আপনি বিভিন্ন জাতের গাছ এর সংগ্রহ করতে পারেন।
ছাদ বাগান একটি নতুন ব্যবসার আইডিয়া। আপনি আপনার বাসার ছাদে - বিভিন্ন ফল ও ফুলের চারা, সবজি, বিদেশি ফলমূল ও সৌন্দর্যবর্ধক ফুল ও পাতাবাহার গাছের চাষ করতে পারেন।
তবে, আপনার যদি ভালো পুজি থাকে ও বড় শহরের মধ্যে বা আশেপাশে বাড়ি হয় তাহলে গ্রিনহউজ পদ্ধতিতে মৌসুমি ফসল ফলাতে পারেন।
মাছে ভাতে বাঙ্গালি কথাটার সাথে কাজে ও অনেক মিল রয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ জীবিকা নিরবহের জন্য মাছ চাষকে প্রধান্য দিয়ে থাকে।বর্তমান বাজারে চিংড়ি মাপছের রয়েছে ব্যাপোক চাহিদা।
চিংড়ি কে বলা হয় সাদা সোনা বিশেষ করে বাগদা মাছকে।এটা চাষের ফলে আপনি নিজেকে সাবলম্বি করতে পারবেন।
ফসল ফলাতে সারের গুরুত্ব অপরিসীম।জৈবসার হলো সম্পুর্ন প্রকৃতিক ভাবে তৈরিকৃত সার যার চাহিদা কৃষি বাজারে ব্যাপক। কৃষিকে সমৃদ্ধ করতে এর অবদান অনেক।
দেশের মাংসের চহিদা পূরন করতে গরুকে রাখতে হয় সবার উপরে।বর্তমান বাজারে গরুর মাংসের ও দুধের রয়েছে ব্যাপক চাহিদা। মাংস ও দুধে চাহিদা পুরন করে নিজেকে ও দেশ সমৃদ্ধির পথে নিতে সহয়তা করবে।
মধুুু চাহিদা বিশ্ববাজরে আনেক ব্যাপক।মধু সরবারহের মাধ্যমে আপনি নিজেকে সাবলম্বি করতে পারবেন।প্রতি লিটার মধু থেকে আপনি 700-800 টাকার মতো আয় করতে পারবেন দৈনিক।কৃষিকে সমৃদ্ধ করতে এর ভূমিকা অনেক।