এই পোস্টে ফার্মাসিস্ট, ফার্মেসি কোর্স 3 মাস, ফার্মেসি কোর্স 6 মাস, ফার্মেসি কোর্স 1 বছর, ফার্মাসি কোর্স 2 বছর, ফার্মাসি কোর্স 4 বছর মেয়েদি সকল তথ্য পাওয়া যাবে।
ফার্মেসি (Pharmacy) বিষয়টি মূলত মেডিকেল সাইন্স (Medical Science) -এর দ্রুত উন্নতির হেলথ সায়েন্স (Health Science) এবং কেমিক্যাল সায়েন্স (Chemical Science)- এর ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করে।
ফার্মেসি যে পরিচালনা করে তাকে ফার্মাসিস্ট (Pharmacist) বলে। তাঁর দায়িত্ব নিয়মিত ঔষধের ব্যবহার নির্দিষ্ট করা। ফার্মাসিস্ট (Pharmacist) পদে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে অবশ্যই ঐ ব্যক্তিকে ফার্মেসি কোর্স (Pharmacy Course) টি করতে হবে।
ফার্মেসি কোর্স -গুলির মধ্যে ৬ মাসের ডিপ্লোমা-ইন-ফার্মেসি ও ৪ বছর মেয়াদি স্নাতক কোর্স সবচেয়ে জনপ্রিয়।
প্রতিদিনই আসছে বাজারে নতুন নতুন মেডিসিন (Medicine) মেডিকেল সায়েন্স (Medical Science) -এর উন্নতি (Improvement)-র কারণে । ফার্মাসিস্ট (Pharmacist) চাহিদা ক্রমাগত ভাবে বেড়েই চলেছে বহুল জনসংখ্যার কারণে।
বাংলাদেশে ফার্মেসি শিক্ষার যাত্রা শুরু হয় 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠার পর।বিভাগের প্রথম একাডেমিক সেশন (1964-1965) 4 জন ছাত্রী সহ 24 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল। যাইহোক, ফার্মেসি অধ্যাদেশ 1976 জারি হওয়ার পর বাংলাদেশে ফার্মেসি একটি পেশা হিসেবে স্বীকৃত হয়। প্রাথমিকভাবে, একাডেমিক পাঠ্যক্রমে 3-বছরের স্নাতক (সম্মান) এবং 1-বছরের মাস্টার্স অফ ফার্মেসি প্রোগ্রাম ছিল। পরবর্তীতে, স্নাতক প্রোগ্রামটিকে 1996 সালে 4-বছরের ব্যাচেলর অফ ফার্মাসি (সম্মান) ডিগ্রিতে উন্নীত করা হয়েছিল। 2010 সালে, আন্তর্জাতিক ফার্মের সাথে মানিয়ে নিতে হাসপাতাল এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে ইন্টার্নশিপ সহ স্নাতক কোর্সটিকে আরও 5-বছরে উন্নীত করা হয়েছিল।
আগেই বলেছি, আপনি তিনটি গ্রেডের যেকোনো একটি কোর্স করতে পারেন। নিচে এ সম্পর্কে বিস্তারিত দেয়া হলঃ
শ্রেনী | ক্যাটাগরি | তথ্য | যোগ্যতা | টাকা |
---|---|---|---|---|
গ্রাজুয়েট ফার্মাসিস্ট | এ গ্রেড | 4 বছর - 5 বছরের ফুলটাইম স্নাতক(বি.র্ফার্ম) কোর্স | উচ্চমাধ্যমিক বা সমমানের পরিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ (সাইন্স) | ১,২০,০০০৳ থেকে ৫,৫০,০০০৳ |
ডিপ্লোমা ফার্মাসিস্ট | বি গ্রেড | ৩ -৪ বছরের কোর্স | মাধ্যমিক (এস.এস.সি) বা স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (সাইন্স) | ৮০,০০০৳- ২,৫০,০০০৳ |
ফার্মেসি টেকনিশিয়ান | সি গ্রেড | ত্রৈ-মাসিক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন র্কোস | মাধ্যমিক (এস.এস.সি) বা স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে | ১৫০০৳ |
বাংলাদেশে একজন ফার্মাসিস্ট হিসাবে ওষুধ বিক্রির ব্যবসা পরিচালনা করার জন্য, আপনাকে প্রথমে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে সনদ(অনুমতি) পেতে হবে। আপনি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 6 মাসের কোর্স শেষ করার পরে অনুমতি পেতে পারেন।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ফার্মেসী আইন ২০১৩ (বিশেষ বিধান) এর (ফার্মেসী অধ্যাদেশ) ১৯৭৬ ক্ষমতাবলে প্রতিষ্ঠিত ফার্মেসী শিক্ষা ও ফার্মেসী পেশার বিশ্ববিদ্যালয়সমূহ একমাত্র নিয়ন্ত্রক সংস্থা।
ক্রমিক নং | বিশ্ববিদ্যালয়সমূহের নাম | অবস্থান | প্রতি সেমিস্টারে অনুমোদিত আসন সংখ্যা |
১ | ঢাকা বিশ্ববিদ্যালয় | ঢাকা | ৭০ |
২ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | সাভার. ঢাকা | ৫৫ |
৩ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ঢাকা | ৩৫ |
৪ | কুমিল্লা বিশ্ববিদ্যালয় | কুমিল্লা | ৪০ |
৫ | রাজশাহী বিশ্ববিদ্যালয় | রাজশাহী | ৫০ |
৬ | খুলনা বিশ্ববিদ্যালয় | খুলনা | ৪৫ |
৭ | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর | ৪০ |
৮ | পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পাবনা | ৪০ |
৯ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | গোপালগঞ্জ | ৭০ |
১০ | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | চট্টগ্রাম | ৩০ |
১১ | মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | টাঙ্গাইল | ৩৫ |
১২ | নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | নোয়াখালী | ৫০ |
১৩ | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | কুষ্টিয়া | ৫০ |
ক্রমিক নং | বিশ্ববিদ্যালয়সমূহের নাম | অবস্থান | প্রতিষ্ঠার সন | প্রতি সেমিস্টারে অনুমোদিত আসন সংখ্যা |
১ | আশা ইউনিভার্সিটি | ঢাকা | ২০১১ | ২৫ |
২ | অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ঢাকা | ২০০৫ | ৫০ |
৩ | বাংলাদেশ ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৭ | ৫০ |
৪ | বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি | চট্টগ্রাম | ২০০৬ | ৫০ |
৫ | ব্র্যাক ইউনিভার্সিটি | ঢাকা | ২০১০ | ৮০ |
৬ | সিটি ইউনিভার্সিটি | ঢাকা | ২০১৫ | ৪০ |
৭ | ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৫ | ৮০ |
৮ | ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৬ | ৫০ |
৯ | ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৩ | ১০০ |
১০ | গণ বিশ্ববিদ্যালয় | ঢাকা | ১৯৯৮ | ৭৫ |
১১ | ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ | ঢাকা | ২০১৭ | ৫০ |
১২ | আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম | চট্টগ্রাম | ২০০৬ | ৮০ |
১৩ | খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় | সিরাজগঞ্জ | ২০১৪ | ৩০ |
১৪ | মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৩ | ৫০ |
১৫ | নর্থ সাউথ ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৫ | ১০০ |
১৬ | নর্দান ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৩ | ৮০ |
১৭ | প্রাইম এশিয়া ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৩ | ৫০ |
১৮ | রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় | নারায়ণগঞ্জ | ২০১৪ | ৫০ |
১৯ | সাউথ ইষ্ট ইউনিভার্সিটি | ঢাকা | ২০০৩ | ৮০ |
২০ | সাউদার্ন ইউনিভার্সিটি | চট্টগ্রাম | ২০০৬ | ৫০ |
২১ | ষ্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ | ঢাকা | ২০০৩ | ৭০ |
২২ | ষ্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ | ঢাকা | ২০০৩ | ১০০ |
২৩ | ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক | ঢাকা | ১৯৯৬ | ১০০ |
২৪ | ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ | ঢাকা | ২০০২ | ৫০ |
২৫ | ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজী এন্ড সাইন্সেস (ইউ.আই.টি.এস) | ঢাকা | ২০১৪ | ৭০ |
২৬ | ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগং | চট্টগ্রাম | ১৯৯৪ | ১০০ |
২৭ | ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ | ঢাকা | ২০০৪ | ৫০ |
২৮ | বরেন্দ্র বিশ্ববিদ্যালয় | রাজশাহী | ২০১৭ | ৫০ |
ক্রম | প্রতিষ্ঠানের নাম | অবস্থান |
১ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, মহাখালী, ঢাকা। | ঢাকা |
২ | আর্মড ফোর্সেস মেডিকেল ইনষ্টিউট, ঢাকা ক্যান্ট, ঢাকা। | ঢাকা |
৩ | আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল, টাংগাইল। | টাঙ্গাইল |
৪ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী। | রাজশাহী |
৫ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, বগুড়া। | বগুড়া |
৬ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, তাজহাট, রংপুর। | রংপুর |
৭ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ। | ঝিনাইদহ |
৮ | শহীদ এম মনসুর আলী ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, সিরাজগঞ্জ। | সিরাজগঞ্জ |
৯ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, ফৌজদারহাট, চট্টগ্রাম। | চট্টগ্রাম |
১০ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, বরিশাল। | বরিশাল |
১১ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, সিলেট। | সিলেট |
১২ | ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, গাজীপুর। | গাজীপুর |
ক্রম | প্রতিষ্ঠানের নাম | অবস্থান |
১ | ঢাকা ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, মোহাম্মদপুর, ঢাকা। | ঢাকা |
২ | ঢাকা মাইক্রোল্যাব ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, গুলশান, ঢাকা। | ঢাকা |
৩ | মার্কস ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, মিরপুর-১৪, ঢাকা। | ঢাকা |
৪ | ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউট অব হেলথ সাইন্সেস, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। | ঢাকা |
৫ | নিউল্যাব ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, মোহাম্মদপুর, ঢাকা। | ঢাকা |
৬ | গ্রীন ভিউ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, গ্রীনরোড, ঢাকা। | ঢাকা |
৭ | প্রিন্স ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, সাভার, ঢাকা। | ঢাকা |
৮ | ফরচুন ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এ্যান্ড ম্যাটস্, শাহবাগ, ঢাকা। | ঢাকা |
৯ | শহীদ এস.এ. মেমোরিয়াল মেডিকেল ইনষ্টিটিউট, উত্তরা, ঢাকা। | ঢাকা |
১০ | ট্রমা ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, মিরপুর, ঢাকা। | ঢাকা |
১১ | সাইক ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, মিরপুর-৬, ঢাকা। | ঢাকা |
১২ | ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, মিরপুর-১২, ঢাকা। | ঢাকা |
১৩ | ন্যাশনাল ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, উত্তরা, ঢাকা। | ঢাকা |
১৪ | ন্যাশনাল ইনষ্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি, মোহাম্মদপুর, ঢাকা। | ঢাকা |
১৫ | ইনষ্টিটিউট অব ব্রিটিশ কলম্বিয়া মেডিকেল টেকনোলজি, উত্তরা, ঢাকা। | ঢাকা |
১৬ | বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজী, কল্যাণপুর, ঢাকা। | ঢাকা |
১৭ | ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, নারায়ণগঞ্জ। | ঢাকা |
১৮ | রুমডু ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহ। | ময়মনসিংহ |
১৯ | প্রফেসর সোহরাব উদ্দীন ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, টাঙ্গাইল। | টাঙ্গাইল |
২০ | ইনষ্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি, টাঙ্গাইল। | টাঙ্গাইল |
২১ | ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, ফরিদপুর। | ফরিদপুর |
২২ | ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজবাড়ী। | রাজবাড়ী |
২৩ | রাজশাহী ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজশাহী। | রাজশাহী |
২৪ | প্রাইম ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজশাহী। | রাজশাহী |
২৫ | ইসলামী ব্যাংক ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী। | রাজশাহী |
২৬ | সেইলর ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, ২৩৪, সপুরা, শালবাগান, বোয়ালিয়া, রাজশাহী। | রাজশাহী |
২৭ | বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, দিলালপুর, পাবনা। | পাবনা |
২৮ | সাইক ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, বগুড়া। | বগুড়া |
২৮ | হেলথওয়েজ ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, বগুড়া। | বগুড়া |
৩০ | টিএমএসএস মেডিকেল টেকনোলজি ইনষ্টিটিউট, বগুড়া। | বগুড়া |
৩১ | জয়পুরহাট ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, জয়পুরহাট। | জয়পুরহাট |
৩২ | রংপুর সিটি ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, রংপুর। | রংপুর |
৩৩ | প্রাইম ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড মেডিকেল টেকনোলজি, রংপুর। | রংপুর |
৩৪ | সাইক ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, খুলনা। | খুলনা |
৩৫ | আদ্-দ্বীন উইমেন্স ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, যশোর। | যশোর |
৩৬ | সিরাজগঞ্জ ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, সিরাজগঞ্জ। | সিরাজগঞ্জ |
৩৭ | চিটাগাং ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, হালিশহর, চট্টগ্রাম। | চট্টগ্রাম |
৩৮ | সি.এস.সি.আর. ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, চট্টগ্রাম। | চট্টগ্রাম |
৩৯ | কম্পেক্ট মেডিকেল ইনষ্টিটিউট, ফেনী। | ফেনী |
৪০ | এ্যাডভান্সড ইনষ্টিটিউট অব মেডিকেল এ্যান্ড ডেন্টাল টেকনোলজি, বরিশাল। | বরিশাল |
৪১ | ভৈরব ইনষ্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি, ভৈরব, কীশোরগঞ্জ। | ভৈরব, কীশোরগঞ্জ |
যারা প্রথমত প্রফেশনাল কোর্সে (Professional course) পড়াশোনা করতে চান মাধ্যমিক বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ পয়েন্ট পেয়ে, তাঁরা ভবিষ্যতে ভাল ক্যারিয়ার গঠন করতে পারেন। ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স (Diploma in Pharmacy Course) সম্পন্ন করে। ডিপ্লোমা ইন কোর্স ( Diploma in Pharmacy Course)- টি সম্পন্ন করার পরে ভালো চাকরি পাওয়া সম্ভব সরকারি কীংবা বেসরকারি।
ফার্মাসিস্ট (Pharmacist) এর মোট ৪টি পদের কাজ বিদ্যমান তা নিম্নরূপঃ
চাকরির শুরুতেই ১০,০০০-.২০,০০০ (দশ হাজার - বারো হাজার) টাকা বেতন পাওয়া সম্ভব। উক্ত ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স ( Diploma in Pharmacy Course) পরিসমাপ্তির পরে। উক্ত ৪টি পদের পদমর্যাদা ভিন্ন তাই বেতন বা স্যালারি ও ভিন্ন।
যেমনঃ ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট (Industrial Pharmacist) - এর প্রথমেই ১২,০০০-১৫,০০০ (বারো হাজার - পনেরো হাজার) টাকা বেতন পাওয়া সম্ভব। ১৫০০০-২০০০০ (পনেরো -বিশ হাজার) টাকা বেতন পাওয়া সম্ভব। যদি ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসিস্ট (Industrial Pharmacist) পদে যদি কোম্পানিটা প্রথম সারির হয়ে থাকে তখন।
মেডিকেল সায়েন্স (Medical Science) -এর উন্নতি যেমন দ্রুত হচ্ছে, তেমনি জনসংখ্যা ও বাড়ছে এর দরূণ ঔষধ এর ঘাটতি পূরণ এর জন্য নিত্যদিন-ই আসছে বাজারে নতুন নতুন ঔষধ, এতে ফার্মাসিস্ট (Pharmacist)- দের চাহিদা বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে। এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশের ঔষধ রপ্তানির সুযোগ যত বাড়ছে, ফার্মাসিস্ট (Pharmacist) -দের পেশার গুরুত্ব বাড়ার মূল কারণ, অধিক পরিমাণে ঔষধ বিদেশে রপ্তানি হওয়ার দরূণ।