বর্তমানে আধুনিকতার যুগ পিছিয়ে নেই, সাথে সাথে উন্নত হয়েছে তথ্য প্রযুক্তিও, বর্তমানে চাইলে আপনি অনলাইনেই ভিসা চেক করতে পারবেন। সৌদি আরবের ভিসার জন্য আবেদন সরাসরি আপনার দেশে অবস্থিত সৌদি মিশনের মাধ্যমে সৌদি ভিসা জমা দিতে পারবেন।
আপনি ভিসার জন্য আবেদন করার পর ভিসা সংশ্লিষ্ট সব আপডেট কর্তৃপক্ষ আপনার ইমেইল ঠিকানায় পাঠাবে।
আপনি আপনার এপ্লিকেশন নাম্বারের মাধ্যমে অনলাইনে সৌদি ভিসার স্থিতি পরীক্ষা করতে পারবেন। অনলাইনে সৌদি পারিবারিক ভিসা, সৌদি ব্যবসায়িক ভিসা এবং সৌদি কাজের ভিসা এগুলোর বর্তমান স্থিতি চেক করা যায়।
এই মাধ্যমে আপনার সমস্থ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরে এবং যথাযথ চ্যানেলের মাধ্যমে ভিসা ফি পরিশোধ করে অনলাইনে বর্তমান স্থিতি চেক করতে পারবেন।
অনলাইনে আপনার সৌদি ভিসা চেক করা একটি সহজ পদ্ধতি, যদি আপনার কাছে সব সঠিক তথ্য থাকে। নতুন নিয়মে অনলাইনে আপনার ভিসা চেক করার জন্য এপ্লিকেশন নাম্বার প্রয়োজন।
আমরা সৌদি আরব যাবার জন্য ভিসা করে ভিসার সম্পর্কে জানার জন্য অনলাইনে চেক করতে চাই বা দেশে অবস্থিত সৌদি মিশনের মাধ্যমে জানতে চাই।
আজ আমরা শিখব নতুন নিয়মে কিভাবে সঠিক পদ্ধতিতে সৌদি আরবের ভিসা চেক করতে হয়। নতুন নিয়মে সৌদি আরবের ভিসা চেক করার জন্য এপ্লিকেশন নাম্বার প্রয়োজন।
১. প্রথমেই আপনার মোবাইল দিয়ে Google এ গিয়ে enjazit.com.sa লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পর “Check Iqama, ইকামা চেক করুন - Saa 70 ” এই লেখা ওয়েবসাইটির মধ্যে ঢুকার জন্য ক্লিক করুন।
২. তারপর নতুন পেজটির “https://Visa.mofa.gov.sa” এই লিংকে যাবার জন্য এখানে ক্লিক করলে নতুন পেজে যাবেন।
৩. নতুন পেজের Query লেখা পেজটি পূরণ করুন। এজন্য প্রথমেই Invitation Request লেখায় ক্লিক করে Visa Application সিলেক্ট করে নিবেন। Application Number লেখায় ক্লিক করে আপনার এপ্লিকেশন নাম্বার লিখে দিবেন।
Password Number এ ক্লিক করে পাসওয়ার্ড নাম্বার দিবেন। তারপর Captcha লেখায় ক্লিক করে এই ছকে বিভিন্ন রং এ যেসব সংখ্যা দেওয়া আছে সে সংখ্যা গুলো Captcha লেখা ফাঁকা স্থানে লিখে দিয়ে নিচে Search লেখায় ক্লিক দিয়ে অন্য পেজে চলে যাবেন।
৪. নতুন পেজের উপরে Print করার একটি আপশন দেখতে পারবেন। আপনারা চাইলে এই পেজটি Print করতে পারবেন। ব্যাস এভাবেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন।
আপনি চাইলে নিজেই নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।সেক্ষেত্রে আপনাকে দেশের নাম ও Visa Check লিখে গুগলে সার্চ করুন, যেমন – saudi arabia Visa Check এরপর প্রথম ওয়েবসাইটে গিয়ে আপনার Passport No ও Nationality সিলেক্ট করে Visa Check করতে পারবেন।
পরিশেষে,
বর্তমানে চাইলে আপনি বাসায় বা ঘরে বসে আপনার ভিসা চেক করতে পারবেন অনলাইনে পাসপোর্ট অফিসে না গিয়ে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে। উপরে উল্লেখিত বর্ণনায় সৌদি আরবের ভিসা চেক করবেন কিভাবে তা শিখিয়ে দেওয়া হয়েছে।