ঘরে বসে অনলাইনে ইংরেজি শেখার বা Spoken English course করতে চাচ্ছেন? তাহলে এই পোস্ট আপনার জন্য। এখানে আমি স্বল্প খরচে ও বিনামূল্যে করতে পারবেন এমন ১০ টি অনলাইন ইংরেজি কোর্স নিয়ে আলোচনা করেছি।
ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা এবং দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা আমাদের মাতৃভাষার পাশাপাশি ছোটবেলা থেকে ইংরেজি চর্চা করি। সমাজের আশেপাশে অনেকেই বাংলার পাশাপাশি ইংরেজিতে কথা বলতে চায়। কীন্তু, ইংরেজিতে কথা বলা বা লেখার দক্ষতার অভাব লক্ষণীয়।
‘স্পোকেন ইংলিশ’ কোর্স আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তাই আমি চেষ্টা করেছি সেরা বা মানসম্মত দশটি অনলাইন কোর্স নির্বাচন করেছি এবং সেগুলি নীচে তালিকাভুক্ত করেছি। এই কোর্সগুলির প্রত্যেকটি একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করে এবং আপনার শৈলীর সাথে মানানসই একটি অবশ্যই আছে।
আমরা তিন ডজনেরও বেশি বিকল্পের তালিকা থেকে সেরা 10টি কোর্স বেছে নিয়েছি এবং বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে সেগুলিকে গ্রেড করেছি। আমরা দৈর্ঘ্য, নমনীয়তা, খরচ এবং সার্টিফিকেশন বিকল্পগুলির মতো বিষয়গুলির উপর প্রতিটি প্রোগ্রাম পর্যালোচনা করেছি, যেমনটি নীচে দেখানো হয়েছে।
আপনার ইংরেজি বলার এবং লেখার দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা অনলাইন ইংরেজি কোর্সে অধ্যয়নের সুযোগগুলি আবিষ্কার করুন।
আপনি যদি খুবই বিশ্বস্ত আর নির্ভরযোগ্য একটি ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান খুজে থাকেন তাহলে আমি আপনাকে এই British Council (বৃটিশ কাউন্সিল) থেকে ইংরেজি শিখতে সাজেস্ট করবো। কারণ এটি ইংল্যান্ড সরকার কর্তৃক বিশ্বব্যপি ইংরেজি শিক্ষা প্রদানের জন্য পরিচালিত একটি সংস্থা যারা বিনা মূল্যে এবং স্বল্প মূল্যে ইংরেজি কোর্স করিয়ে থাকে।
অনলাইনে ইংরেজি শিখুন এবং আমাদের উচ্চ-মানের কোর্স এবং সংস্থানগুলির মাধ্যমে আপনার দক্ষতা উন্নত করুন। আপনার ইংরেজি ব্যাকরণ, রচনা, কথোপকথন এবং লেখার দক্ষতা উন্নত করতে বিনামূল্যে অনলাইন ইংরেজি ভাষা পাঠ এবং ক্লাস নিন। বিস্তারিতঃ https://www.britishcouncil.org.bd/bn/english
অনলাইনে ইংরেজি শিক্ষার বিশ্বস্ত আরেকটি প্রতিষ্ঠান হলো B B C জানালা। এটি একটি সংবাদ মাধ্যম। তবে এর একটি ইংরেজি শিক্ষা দেওয়ার প্লাটফর্ম রয়েছে, যার নাম হলো ghoori english learning "ঘুড়ি ইংলিশ লার্নিং" যার মাধ্যমে তারা ফ্রী ইংরেজি কোর্স করিয়ে থাকে। তারা কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করে। রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে প্রবেশ করুনঃ- https://bbcjanala.ghoorilearning.com/
"টেন মিনিট স্কুল" এটি খুবই জনপ্রিয় একটি ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অনলাইনের মাধ্যমে তাদের ইংরেজি প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি খুব দ্রুত ইংরেজি গ্রামার আয়ত্ত করা সহ সাবলিল ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি তাদের ওয়েব সাইটে প্রবেশ করে, তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তাদের ওয়েবসাইটের লিংকঃ- https://www.10minuteschool.com/
কেউ যদি মোবাইল অ্যাপের মাধ্যমে ইংরেজি শিক্ষা করতে চান তাহলে তার জন্য better একটি অ্যাপ হলো এই Hello English মোবাইল অ্যাপটি।
কারণ এটির মাধ্যমে আপনি ইংরেজি গ্রামার, ইংরেজি রিডিং, ট্রান্সলেশন এর উপরে প্রাকটিস করে আপনার ভুলগুলো খুব সহজেই বের করতে পারবেন৷
এটির অন্যান্য বৈশিষ্ট্য গুলো হলোঃ-
ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english&hl=en_US&gl=US
ইউটিউব থেকে ইংরেজি শেখার আরো একটি জনপ্রিয় এবং নির্ভর যোগ্য চ্যানেলের নাম হলো "Bangla to English Speaking Course" এই চ্যানেলটি তাদের জন্য যারা একদম শুরু থেকে ইংরেজিতে কথা বলা শিখতে চান ।
এই চ্যানেলের ভিডিও গুলো আপনি নিয়োমিত দেখলে এবং পার্সনাল লাইফে সেই অনুযায়ী ইংরেজিতে কথা বলার প্রাকটিস করলে,আমার বিশ্বাস আপনি যদি একদম কম মেধাবী ছাত্র-ছাত্রী হয়েও থাকেন তাতেও মাত্র কয়েক মাসে ইংরেজি কোনো জড়তা ছাড়াই অনর্গল কথা বলতে পারবেন । এখানে ১৫ দিনের বেসিক স্পোকীং ইংলিশ কোর্স করানো হয়। চ্যানেলটির সাবসক্রাইবার সংখ্যা প্রায় ২.২৭ মিলিয়ন । আশা করছি আপনি এই চ্যানেলটির মাধ্যমে অনেক সহজ ও সুন্দর ভাবে ইংলিশ শিখতে পারবেন।
চ্যানেলটির লিংক হলোঃ-https://youtube.com/c/BanglatoEnglishSpeakingCourse
ইংরেজি ভাষায় কথা বলবেন । কীন্তু ইংরেজি শব্দ এবং এর বানান মনে থাকে না ! এখন এর সমাধান কী?
ইংরেজির শব্দ এবং এর পাশাপাশি এর বানান কীভাবে খুব সহজে মনে রাখবেন ? এটারও সমাধান অছে , "TEC Career Talks with Khaza" এটি একটি ইউটিউব চ্যানেল, তারা খুব সহজ কিছু টেকনিক গুলো দারা সহজেই আপনাকে এই ইংরেজি শব্দ ও বানান গুলো মনে রাখতে শিখাবে । চ্যানেলটির বর্তমান সাবসক্রাইবার সংখ্যা 203k।
চ্যানেলটির লিংকঃ- https://youtube.com/c/CareerTalks
ইউটিউব থেকে যদি আপনি মজার ছলে ইংরেজি শিখতে চান তাহলে আপনি "The Mentors Tutorial" এই ইউটিউব চ্যানেলটির ক্লাস গুলো নিয়োমিত দেখুন । কারণ, এই চ্যানেলে একজন অভিগ্য শিক্ষক সর্বদা হাস্যরস ভাবে ইংরেজি শিখিয়ে থাকেন । খুব সহজে কীভাবে গ্রামারের ব্যবহার, বাক্য গঠন, কথোপকথন করা যায় তাই তিনি প্রাক্টিক্যালি শিখিয়ে থাকেন ।
The Mentors Tutorial ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 632k ,চ্যানেলটির লিংকঃ- https://youtube.com/c/TheMentorsTutorial
আপনি ভাবছেন আপনি কোনো ঝুটঝামেলা ছাড়া ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে ইংরেজি শিখতে চান ? তাও আবার একদম ফ্রী এবং আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই? তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো "adi's teaching - Learning English Easily in Bengali" এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত এই চ্যানেলের ভিডিও গুলো দেখুন ৷ কারণ এই চ্যানেলের মাধ্যমে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়,কীভাবে ইংরেজি বাক্য গঠন করতে হয় এর যাবতীয় সব বিষয় বেশ ভালোভাবে বুঝানো হয়ে থাকে।
আর এটি আপনাকে ইংরেজি শিখতে বেশ সহায়তা করবে। এই চ্যানেলটির বর্তমান সাবসক্রাইবার রয়েছে ‘৯ লক্ষ ৬৮ হাজার’ । ইউটিউব চ্যানেলটির লিংক হলোঃ-
https://youtube.com/c/adisteaching1
ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক পরিচালিত Glow & Lovely Career ( গ্লো এন্ড লাভলি ক্যারিয়ার ) ইংরেজি কোর্স। এটির একটি বৈশিষ্ট্য হলো এটি একদম ফ্রী ভাবে অনলাইনের মাধ্যমে শুধু মাত্র নারীদের ইংরেজি শিক্ষা দিয়ে থাকে। যারা গ্রামীণ পিছিয়ে পড়া নারী, মূলত তাদের দক্ষতা বাড়িয়ে বিভিন্ন উন্নত ক্যারিয়ারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই অনলাইন কোর্সের ব্যবস্থা তারা করেছেন। কোর্স সম্পন্নকারীদের একটি সার্টিফিকেটও তারা প্রদান করে থাকেন।
তাদের ওয়েব সাইটের লিংক হলোঃ- https://www.glowandlovelycareers.com.bd/bn/register
বাংলাদেশি আরেকটি নির্ভরযোগ্য ইংরেজি শিক্ষার প্লাটফর্মের নাম বলতে গেলে যে প্লাটফর্মের নাম চলে আসে তা হলো Learning English online (লার্নিং ইংলিশ অনলাইন) "। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন আজিজ মুরাদ। যিনি খুব সুন্দর ও সাবলীল ভাবে ইংরেজি শিক্ষা দিয়ে থাকেন। তাদের কোর্সের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে তাদের ওয়েব সাইটে প্রবেশ করুন।
তাদের ওয়েব সাইটের লিংক হলোঃ- https://azizmurad.com/english-language-learning-course/
ইংরেজি ব্যাকরণের সাথে আপনার ইংরেজি দক্ষতা উন্নত করুন। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের অনলাইন ইংরেজি পাঠ এবং কোর্সের মাধ্যমে আপনার লেখার দক্ষতা এবং আরও অনেক কিছু উন্নত করুন। আপনি দ্বিতীয় ভাষা (ESL) হিসাবে ইংরেজি শিখছেন বা আপনার ইংরেজি শব্দভান্ডার উন্নত করতে চাইছেন না কেন, আপনার দক্ষতা এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য বিনামূল্যে অনলাইন কোর্স খুঁজুন।
আজকাল ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, সব জায়গায় প্রায়সই আমরা ইংরেজি শুনতে পাই। মাঝে মধ্যে তো এই ইংরেজি না পারার কথা বলতেও লজ্জা হয়। কারণ, সবাই এটা নিয়ে হাসাহাসি করবে। তাই আমাদেরকে স্মার্ট এবং পরিশীলিত হতে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিদেশে যদি কেঊ কর্মসংস্থানের জন্য যেতে চান, তাহলে ভালোভাবে ইংরেজি বলতে পারাটাকেও একটি দক্ষতা হিসেবে ধরা হয়।এছাড়াও, সরকারি অথবা বেসরকারি যে কোনো চাকরিই হোক না কেন, সেখানেও যারা ইংরেজিতে সাবলিল তাদের একটা গুরুত্বই অন্যরকম। তাহলে ভাবুন এবার, এই ইংরেজি আপনার কেন শিখতে হবে?
ইংরেজি ব্যাপকভাবে কথ্য-এটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং কথ্য ভাষা। বিশ্বজুড়ে প্রতি পাঁচজনের মধ্যে একজন হয় কথা বলতে বা বুঝতে সক্ষম তাই এটি ভ্রমণ এবং যোগাযোগের জন্য কাজে আসে। ইংরেজি শেখা আপনার কর্মজীবনকে উন্নত করার এবং বিশেষ করে ব্যবসায়িক পরিবেশে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ানোর একটি দুর্দান্ত উপায়, তা একটি বহুসংস্কৃতি সংস্থায় হোক বা বিদেশে কাজ করা হোক। একজন ইংরেজি ভাষা শিক্ষার্থী হওয়া আপনার ভাষার ক্ষমতা বাড়ানোর একটি দুর্দান্ত উপায় যা আপনাকে দ্বিভাষিক বা আরও বেশি হওয়ার পথে সেট করে।
ব্যবসা এবং যোগাযোগের বৈশ্বিক ভাষা হিসেবে, কেন এত মানুষ ইংরেজিতে তাদের দক্ষতা শিখতে এবং উন্নত করতে চায় তা বোঝা সহজ।
আপনি যখন ইংরেজি বলতে শিখছেন, তখন বিভিন্ন সংস্কৃতিতে উপস্থিত কিছু অনন্য শব্দ এবং অভিব্যক্তি বোঝা প্রায়ই কঠিন হয়ে পড়ে। Tsinghua University থেকে কথোপকথনমূলক ইংরেজি দক্ষতার সাথে, আপনি নিয়মিত কথোপকথনে ব্যবহৃত কিছু কীওয়ার্ড এবং অভিব্যক্তি শিখতে পারেন এবং মার্কীন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আরও অনেক কিছুতে এগুলি কীভাবে আলাদা তা আরও ভালভাবে বুঝতে পারেন।
গ্রুপ আলোচনা শুনুন এবং বিভিন্ন বিষয়ে ইংরেজি আলোচনার মাধ্যমে কথা বলার এবং শোনার মাধ্যমে আপনার নিজস্ব কথোপকথনমূলক ইংরেজি দক্ষতা অনুশীলন করুন। এই কোর্সটি স্ব-গতি সম্পন্ন তাই আপনি নথিভুক্ত করতে পারেন এবং আজই ইংরেজি অনুশীলন শুরু করতে পারেন।
অসামান্য ইংরেজি ব্যাকরণ এবং শৈলী সহ পেশাদারভাবে কীভাবে লিখতে হয় তা শেখা আপনার ক্যারিয়ারকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে। স্পষ্টভাবে এবং কার্যকরভাবে লেখা একটি দক্ষতা যা প্রায় যেকোনো কাজের ভূমিকায় আপনার কর্মক্ষমতা বাড়াতে পারে। ভালো লেখার শৈলী, বাক্য এবং অনুচ্ছেদের গঠন এবং বিরাম চিহ্নের সাথে সঠিক শব্দ ব্যবহার আপনার লিখিত এবং মৌখিক উভয় যোগাযোগের দক্ষতাকে বাড়িয়ে তুলবে এবং ব্যবসায়িক প্রস্তাব, বিক্রয় উপস্থাপনা, ইমেল চিঠিপত্র এবং আরও অনেক কিছু তৈরি এবং সরবরাহ করার সময় আপনাকে ভিড় থেকে আলাদা করবে।
অনলাইনে ইংরেজি বলার ক্লাস নিন এবং আজই আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করা শুরু করুন। অনেকেই ইংরেজি পড়া, লেখা এবং বলার কোর্স অফার করে যা ইংরেজি শেখার জন্য। এছাড়াও, TOEFL ® এবং IELTS উভয় পরীক্ষার জন্য বিনামূল্যে ইংরেজি দক্ষতা পরীক্ষার প্রস্তুতি কোর্স করে আপনি এইসব পরিক্ষায় ভাল করতে পারেন।
আপনাদের যদি ইংরেজি শেখার প্রবল ইচ্ছা থাকে তাহলেই মুলত আপনারা ইংরেজি শিখতে পারবেন । তা ছাড়া কীন্তু ইংরেজি শেখা সম্ভব না ।
সুতরাং, প্রবল ইচ্ছাশক্তি থাকলে আজ থেকেই একটু একটু করে ইংরেজি শিখুন এবং অনুশীলন করুন ।